জীবন জাগে তোমার গানে
হৃদয়ে বহে শীতল জোয়ার
নীতল দীঘি শান্ত পাহাড়
কি মায়া ছড়ায় প্রাণে
জীবন জাগে তোমার গানে।
বাঁশি বাজে লাজে লাজে
অগ্নি জ্বলে ধরার মাঝে
নাহি দুখ তার অভিমানে
জীবন জাগে তোমার গানে।
কলকলে বহে ঝর্নারও শ্বাস
রাণী আমার হৃদয়ে বাস
পাতার ধ্বনি বাজে বনে
জীবন জাগে তোমার গানে।
আজি গাহো না গান
ভুলে সকল বাঁধা অভিমান
চঞ্চল অবিরল আকুল বর্ষণে
জীবন জাগে তোমার গানে।
নীতল দীঘি শান্ত পাহাড়
কি মায়া ছড়ায় প্রাণে
জীবন জাগে তোমার গানে।
বাঁশি বাজে লাজে লাজে
অগ্নি জ্বলে ধরার মাঝে
নাহি দুখ তার অভিমানে
জীবন জাগে তোমার গানে।
কলকলে বহে ঝর্নারও শ্বাস
রাণী আমার হৃদয়ে বাস
পাতার ধ্বনি বাজে বনে
জীবন জাগে তোমার গানে।
আজি গাহো না গান
ভুলে সকল বাঁধা অভিমান
চঞ্চল অবিরল আকুল বর্ষণে
জীবন জাগে তোমার গানে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৬/০৩/২০১৮অপূর্ব
-
আমীন রুহুল ০৫/০৩/২০১৮বাহ
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৩/২০১৮ভালো।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৫/০৩/২০১৮বেশ সুন্দর লেখা ।
-
আব্দুল হক ০৫/০৩/২০১৮So sweet
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৫/০৩/২০১৮দারুণ.!