কথার কথা
তোমার কথায় মধু আবার তোমার কথায় ফুল
তোমার কথায় কাঁটা আছে, আছে বিষের হুল
নানা সময় তোমার থেকে কত কথা ঝরে
কিছু কথায় তপ্ত আগুন আবার আলো ঘরে।
কিছু কথা কালো যেমন কিছু কথা সাদা
কিছু কথায় মুক্ত করে কিছু কথায় বাঁধা
কথার মাঝে কথা রাখ অল্প অল্প বলে
কিছু কথা সুর প্রাণে কিছু কথা জ্বলে।
কিছু কথা প্রেরণা আবার কিছু কথা ধ্বংস
কিছু কথা স্নিগ্ধ কোমল কিছু কথা হিংস্র
কিছু কথা স্বপ্ন দেখায় কিছু কথা কাঁদায়
কিছু কথা ফুটে ওঠে কিছু থাকে ধাঁধাঁয়।
তোমার কথায় কাঁটা আছে, আছে বিষের হুল
নানা সময় তোমার থেকে কত কথা ঝরে
কিছু কথায় তপ্ত আগুন আবার আলো ঘরে।
কিছু কথা কালো যেমন কিছু কথা সাদা
কিছু কথায় মুক্ত করে কিছু কথায় বাঁধা
কথার মাঝে কথা রাখ অল্প অল্প বলে
কিছু কথা সুর প্রাণে কিছু কথা জ্বলে।
কিছু কথা প্রেরণা আবার কিছু কথা ধ্বংস
কিছু কথা স্নিগ্ধ কোমল কিছু কথা হিংস্র
কিছু কথা স্বপ্ন দেখায় কিছু কথা কাঁদায়
কিছু কথা ফুটে ওঠে কিছু থাকে ধাঁধাঁয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাইদ লিপু ০৪/০৩/২০১৮কিছু কথা কিছু কথা হয়েই থাকুক।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৪/০৩/২০১৮বেশ তো !
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৩/২০১৮ভালো।