শিকার
জল দিয়ে সূর্য নিভায়
মন্ত্র দিয়ে বাতি
জোনাক আলো ধরতে গেলে
পলায় দিয়ে লাথি
চাঁদ সহজে দেয় না ধরা
ফোটে মেঘের ছাতি
কোল পেতে জাল বুনি
ফুলে ওড়ে প্রজাপতি।
টুপ করে তাঁরা ঝরে
হলুদ সরষে ক্ষেতে
নদীর ঢেউয়ে আলো পেয়ে
শালিক ওঠে মেতে
চোখের মণি জ্বলছে জ্বলুক
আর দেব না বাঁধ
টোপ দিয়ে গিলে খাব
আলো ধরার সাধ।
মন্ত্র দিয়ে বাতি
জোনাক আলো ধরতে গেলে
পলায় দিয়ে লাথি
চাঁদ সহজে দেয় না ধরা
ফোটে মেঘের ছাতি
কোল পেতে জাল বুনি
ফুলে ওড়ে প্রজাপতি।
টুপ করে তাঁরা ঝরে
হলুদ সরষে ক্ষেতে
নদীর ঢেউয়ে আলো পেয়ে
শালিক ওঠে মেতে
চোখের মণি জ্বলছে জ্বলুক
আর দেব না বাঁধ
টোপ দিয়ে গিলে খাব
আলো ধরার সাধ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৩/০৩/২০১৮চমৎকার লেখা।
-
রেজাউল রেজা (নীরব কবি) ০১/০৩/২০১৮Nice