লক্কর ঝক্কর গাড়ী
লক্কর ঝক্কর খক্কর খক্কর গাড়ী
কেউ জানেনা পৌছবে কখন বাড়ি
আপন মনে চলছে ঢেউয়ে ঢেউয়ে
আকা বাঁকা পাহাড় নদী বয়ে।
পাল্লা দিয়ে ছুটছে কালো ভ্রমর
পাথর হয়ে জমে গেছে কোমর
মেঘ কেটে নীল সাগরের দেশে
ডানায় উড়ে উড়ে বলাকার বেশে।
বিষ কি শুধু সাপের আছে?
বিষ যে আছে মাটির গাছে
উল্টো দিকে আকাশ ছোটে হেসে
গর্তে পড়ে গাড়ী ওঠে কেশে।
কোলে বসা বেকুব রসের হাড়ি
মাথার উপর পুটলি ভীষণ ভারি
বাঁশি নাই তেল যদি ফুরে
তাই ভেবে মাথা আমার ঘোরে।
বিশ কিলো পায়ের গাড়ী ঠেল
হাটলে পরে স্বাস্থ্য হবে ভাল
কান ধরেছি ওরে সাধের গাড়ী
আর না বাবা আড়ি আড়ি আড়ি।
কেউ জানেনা পৌছবে কখন বাড়ি
আপন মনে চলছে ঢেউয়ে ঢেউয়ে
আকা বাঁকা পাহাড় নদী বয়ে।
পাল্লা দিয়ে ছুটছে কালো ভ্রমর
পাথর হয়ে জমে গেছে কোমর
মেঘ কেটে নীল সাগরের দেশে
ডানায় উড়ে উড়ে বলাকার বেশে।
বিষ কি শুধু সাপের আছে?
বিষ যে আছে মাটির গাছে
উল্টো দিকে আকাশ ছোটে হেসে
গর্তে পড়ে গাড়ী ওঠে কেশে।
কোলে বসা বেকুব রসের হাড়ি
মাথার উপর পুটলি ভীষণ ভারি
বাঁশি নাই তেল যদি ফুরে
তাই ভেবে মাথা আমার ঘোরে।
বিশ কিলো পায়ের গাড়ী ঠেল
হাটলে পরে স্বাস্থ্য হবে ভাল
কান ধরেছি ওরে সাধের গাড়ী
আর না বাবা আড়ি আড়ি আড়ি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০১/০৩/২০১৮বেশ তো
-
Abheek ২৮/০২/২০১৮
খুব সুন্দর....অসাধারণ।ভালো থাকুন -
মোঃআরাফাত হোসাইন ২৮/০২/২০১৮hmmmm