মন্দের ষোল আনা
সত্য পথিক চলে দূরে
ফিরবে না আর আপন ঘরে
বাবু গুড়ের স্বাদ মিটায়
খেয়ে পাকা তাল
ভাবছে সততা আজ লুন্ঠিত
মিথ্যুক ধরছে জাতির হাল
বিবেক হারা অচল জাতি
ঘুমায় শুধু দিন রাতি
চোর তাই করছে চুরি
না ছোঁয় না ধরে বাড়ি
রাস্তায় মরছে অনাহারী
কেও বলেনি এসব কিসের কোলাহল
আমরাতো নই দেশপ্রেমিক
হয়েছি সব জলে ভাসা শৈবাল।
মন্দের ষোল আনা দ্বন্দ্ব হলে আট
সৎ লোকে হারায় মাঠ আর ঘাট
লুটপাট !! আহা !! লুটপাট !! ফুটপাত !
কুড়িতেই বয়স বেড়ে ষাট
বলতে গেলেই দেয় তাড়া
ঘরে বসেই যাই মারা
কর ভাই তোর যা খুশি
মার খেয়ে হই দোষী
কর ভাই তোর যা খুশি।
কেউ না কেউ উঠলে জেগে
মিথ্যা উড়বে হাওয়ার বেগে
কেউ না কেউ উঠলে জেগে।
ফিরবে না আর আপন ঘরে
বাবু গুড়ের স্বাদ মিটায়
খেয়ে পাকা তাল
ভাবছে সততা আজ লুন্ঠিত
মিথ্যুক ধরছে জাতির হাল
বিবেক হারা অচল জাতি
ঘুমায় শুধু দিন রাতি
চোর তাই করছে চুরি
না ছোঁয় না ধরে বাড়ি
রাস্তায় মরছে অনাহারী
কেও বলেনি এসব কিসের কোলাহল
আমরাতো নই দেশপ্রেমিক
হয়েছি সব জলে ভাসা শৈবাল।
মন্দের ষোল আনা দ্বন্দ্ব হলে আট
সৎ লোকে হারায় মাঠ আর ঘাট
লুটপাট !! আহা !! লুটপাট !! ফুটপাত !
কুড়িতেই বয়স বেড়ে ষাট
বলতে গেলেই দেয় তাড়া
ঘরে বসেই যাই মারা
কর ভাই তোর যা খুশি
মার খেয়ে হই দোষী
কর ভাই তোর যা খুশি।
কেউ না কেউ উঠলে জেগে
মিথ্যা উড়বে হাওয়ার বেগে
কেউ না কেউ উঠলে জেগে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ২৮/০২/২০১৮
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৮/০২/২০১৮ভালোকে ভাল বলতেই হয় ।
জাগরণের সুন্দর আহবান । ধন্যবাদ । -
সুজয় সরকার ২৭/০২/২০১৮জেগে ওঠার দৃঢ় আহ্বান ধ্বনিত হয় আপনার এই কবিতায়
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০২/২০১৮বেশ তো!
-
নুরনবী সরকার ২৭/০২/২০১৮সত্যিই খুব সুন্দর।
ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।
পাতায় আমন্ত্রণ রইল।