বিজয়
কলা পাতার চাদর বিছায় আমি অস্ত্রবিহীন সৈন্য
হাসি মুখে লড়তে পারি মরতে পারি অভাগী মায়ের জন্য
ঝাঁঝরা বুকে মৃত্যু সুখে হাত বাড়ায়ে ডাকে
লক্ষ শহীদ রক্ত দিয়ে মাটির বুকে মানচিত্র আঁকে।
ধূলি কণায় অমৃত জীবন খুজি নদীর বুকে রস
বেড়ে ওঠা পল্লী মাকে পাক হানাদার করতে চায় গ্রাস
মুখের খাবার নেয় কেড়ে নেয় চাবুক মারে বুকে
ক্ষেপে উঠি গর্জে উঠি অন্যায় অপবাদ দেই রুখে।
ধর্ষিতা বোন গ্লানি মুছে কান্না রাখে থেমে
নবরূপে ত্রিশূল হাতে বঙ্গে আসে নেমে
প্রতিবাদ তরঙ্গের উত্তাল উন্মাদে আগুন করি বপন
কাফন বাঁধা সম্মুখ যুদ্ধে মৃত্যু করি দাফন।
ক্ষত দাগের যন্ত্রণা বই বুলেট পড়া বুকে
সংগ্রাম আর বিদ্রোহে ছুড়ছি গ্রেনেড মুখে
মুক্ত করে বাংলা আমার বিলায় লক্ষ প্রান
পতাকা তুলে ঊর্ধ্বকাশে গাই বিজয়ের গান।
হাসি মুখে লড়তে পারি মরতে পারি অভাগী মায়ের জন্য
ঝাঁঝরা বুকে মৃত্যু সুখে হাত বাড়ায়ে ডাকে
লক্ষ শহীদ রক্ত দিয়ে মাটির বুকে মানচিত্র আঁকে।
ধূলি কণায় অমৃত জীবন খুজি নদীর বুকে রস
বেড়ে ওঠা পল্লী মাকে পাক হানাদার করতে চায় গ্রাস
মুখের খাবার নেয় কেড়ে নেয় চাবুক মারে বুকে
ক্ষেপে উঠি গর্জে উঠি অন্যায় অপবাদ দেই রুখে।
ধর্ষিতা বোন গ্লানি মুছে কান্না রাখে থেমে
নবরূপে ত্রিশূল হাতে বঙ্গে আসে নেমে
প্রতিবাদ তরঙ্গের উত্তাল উন্মাদে আগুন করি বপন
কাফন বাঁধা সম্মুখ যুদ্ধে মৃত্যু করি দাফন।
ক্ষত দাগের যন্ত্রণা বই বুলেট পড়া বুকে
সংগ্রাম আর বিদ্রোহে ছুড়ছি গ্রেনেড মুখে
মুক্ত করে বাংলা আমার বিলায় লক্ষ প্রান
পতাকা তুলে ঊর্ধ্বকাশে গাই বিজয়ের গান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৩/০৪/২০১৮দারুন
-
সৌমেন সেন ১০/০৩/২০১৮অপূর্ব!!!
মুগ্ধ হলাম।
ধন্যবাদ প্রিয় কবিবন্ধু।
শুভেচ্ছা রইল অনাগত আগামীর। -
শামিম ইশতিয়াক ২৮/০২/২০১৮দেশপ্রেম
-
আবদুল্লাহ আল রাফি ২৭/০২/২০১৮Valoi
-
রেজাউল রেজা (নীরব কবি) ২৭/০২/২০১৮মুগ্ধতা রাশি রাশি..
-
মধু মঙ্গল সিনহা ২৭/০২/২০১৮মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি।