ঐক্যের মিছিল
খুলে দিয়ে দোর একুশের ভোর চিরকাল আমার হবে বলে
বাংলার সূর্য সন্তান ছুটে আসে অপার সম্ভাবনার ঐক্যের মিছিলে
স্তব্দ শহরে শব্দ করে কণ্ঠ মিলিয়ে স্লোগানের বুলেট ছোটে
স্বপ্নের শাখায় শাখায় থরে থরে রক্তিম কৃষ্ণচূড়া ফুল ফোটে।
দৃঢ় প্রত্যয়ে ধীর পায়ে চলছে ঐক্যের মিছিল
মুক্ত বুলি যেন রংতুলি ভাষার শোভায় বর্ণীল
সালাম, শফিক, রফিক বরকতের কণ্ঠে চেতনার গান
আকাশে বাতাসে ছড়িয়ে যায় উজ্জীবিত শক্তির ঘ্রাণ।
কম্পিত বজ্র আওয়াজে কাঁপে ঢাকার রাজপথের গলি
বেড়ে ওঠা তারি সন্তান, বঙ্গ দেশের উর্বর পলি
শিকল ভেঙ্গে গর্জে ওঠে, বাংলা বর্ণ এঁকে সারা অঙ্গে
মাথায় মৃত্যু বেঁধে, শপথ! করিব আদায় রক্তের রঙে।
করব না নত শীর দুর্নিবার আঘাতে রুধব শকুনের হানা
মায়ের ভাষায় প্রতিবাদে জাতীয় ঐক্যের মিছিলে জানায় ঘৃণা
রক্ত চোষা ওরা কারা ভিনদেশী শিয়াল শকুন নাকি হায়না
ক্ষুধার্ত মুখে সৃষ্টির সুখে লড়ি, আড়ি মানি না, মানব না।
হাজার বছর ধরে বাঙ্গালীর অন্তরে যে সাধনা করেছে লালন
মুক্ত করতে মায়ের ভাষা বুকের আগুনে বায়না করব পালন
শত্রুর বুলেটে রক্তে রঞ্জিত বুক আর রাজপথ, শুধু প্রাণহীন দেহ
দিগন্তে চেয়ে মা শহীদের গালে চুমায়ে চুমায়ে করেছে আদর স্নেহ।
মুক্তির বীজ করেছিলে বপন আজো উচ্ছল মিছিল শিশুর ভাঙা বুলি
তোমাদের স্মৃতি অমলিন, অঙ্গে মেখেছি জাগ্রত শহীদের কবরের ধূলি
মুক্ত সুখের উল্লাসে কালির ছোঁয়ায় কাগজে বর্ণেরা পায় প্রান
সবুজ বঙ্গে আপোষহীন তাজা রক্তের ফোয়ারা তারে করেছে মহীয়ান।
বাংলার সূর্য সন্তান ছুটে আসে অপার সম্ভাবনার ঐক্যের মিছিলে
স্তব্দ শহরে শব্দ করে কণ্ঠ মিলিয়ে স্লোগানের বুলেট ছোটে
স্বপ্নের শাখায় শাখায় থরে থরে রক্তিম কৃষ্ণচূড়া ফুল ফোটে।
দৃঢ় প্রত্যয়ে ধীর পায়ে চলছে ঐক্যের মিছিল
মুক্ত বুলি যেন রংতুলি ভাষার শোভায় বর্ণীল
সালাম, শফিক, রফিক বরকতের কণ্ঠে চেতনার গান
আকাশে বাতাসে ছড়িয়ে যায় উজ্জীবিত শক্তির ঘ্রাণ।
কম্পিত বজ্র আওয়াজে কাঁপে ঢাকার রাজপথের গলি
বেড়ে ওঠা তারি সন্তান, বঙ্গ দেশের উর্বর পলি
শিকল ভেঙ্গে গর্জে ওঠে, বাংলা বর্ণ এঁকে সারা অঙ্গে
মাথায় মৃত্যু বেঁধে, শপথ! করিব আদায় রক্তের রঙে।
করব না নত শীর দুর্নিবার আঘাতে রুধব শকুনের হানা
মায়ের ভাষায় প্রতিবাদে জাতীয় ঐক্যের মিছিলে জানায় ঘৃণা
রক্ত চোষা ওরা কারা ভিনদেশী শিয়াল শকুন নাকি হায়না
ক্ষুধার্ত মুখে সৃষ্টির সুখে লড়ি, আড়ি মানি না, মানব না।
হাজার বছর ধরে বাঙ্গালীর অন্তরে যে সাধনা করেছে লালন
মুক্ত করতে মায়ের ভাষা বুকের আগুনে বায়না করব পালন
শত্রুর বুলেটে রক্তে রঞ্জিত বুক আর রাজপথ, শুধু প্রাণহীন দেহ
দিগন্তে চেয়ে মা শহীদের গালে চুমায়ে চুমায়ে করেছে আদর স্নেহ।
মুক্তির বীজ করেছিলে বপন আজো উচ্ছল মিছিল শিশুর ভাঙা বুলি
তোমাদের স্মৃতি অমলিন, অঙ্গে মেখেছি জাগ্রত শহীদের কবরের ধূলি
মুক্ত সুখের উল্লাসে কালির ছোঁয়ায় কাগজে বর্ণেরা পায় প্রান
সবুজ বঙ্গে আপোষহীন তাজা রক্তের ফোয়ারা তারে করেছে মহীয়ান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ২৩/০২/২০১৮খুবই সুন্দর হয়েছে , ভালো লাগল।
-
আমীন রুহুল ২৩/০২/২০১৮ভাষার মাসে শ্রদ্ধা
-
কামরুজ্জামান সাদ ২৩/০২/২০১৮এই মিছিল এগিয়ে যাক আরো বহুদূর
-
রেজাউল রেজা (নীরব কবি) ২২/০২/২০১৮Nice