তোমারেই চাহি গো তোমারেই চাহি
তোমারেই চাহি গো তোমারেই চাহি
যেই পাড়ে গেলে পাব
যেই বেলা বসে ভাব
সেই তরী বাহি গো সেই তরী বাহি।
কত কথা কহি গো কত কথা কহি
নির্জনে গোপনে শয়নে স্বপনে
রোঁদ ভরা গৃহের উঠোনে
সেই তরী বাহি গো সেই তরী বাহি।
ঝঞ্জা মৃত্যু সহি গো ঝঞ্জা মৃত্যু সহি
আসি ফিরে বারে বারে
দাঁড় বেয়ে স্রোতে ঘুরে
সেই তরী বাহি গো সেই তরী বাহি।
মিলনের গান গাহি গো মিলনের গান গাহি
বাহুতে বাঁধিব ওগো প্রণয়ী
সুখ ঘুচিবে হয়ে যে জয়ী
সেই তরী বাহি গো সেই তরী বাহি।
যেই পাড়ে গেলে পাব
যেই বেলা বসে ভাব
সেই তরী বাহি গো সেই তরী বাহি।
কত কথা কহি গো কত কথা কহি
নির্জনে গোপনে শয়নে স্বপনে
রোঁদ ভরা গৃহের উঠোনে
সেই তরী বাহি গো সেই তরী বাহি।
ঝঞ্জা মৃত্যু সহি গো ঝঞ্জা মৃত্যু সহি
আসি ফিরে বারে বারে
দাঁড় বেয়ে স্রোতে ঘুরে
সেই তরী বাহি গো সেই তরী বাহি।
মিলনের গান গাহি গো মিলনের গান গাহি
বাহুতে বাঁধিব ওগো প্রণয়ী
সুখ ঘুচিবে হয়ে যে জয়ী
সেই তরী বাহি গো সেই তরী বাহি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০২/২০১৮বেশ।
-
Shafi md Omar Faruq ১৮/০২/২০১৮সুন্দর