রাত জাগা পাখি
ঘুম নেই কাতর নয়ন মাঝে
শেষ সীমানায় পাখি সঙ্গী খুজে
বিলাসী স্বপন রাতের আঁধারে ডোবে
তবুও সে প্রতীক্ষায় জেগে রবে।
কত দিন না দেখার গোপন বাসনায়
মলিন মুখ দেখেনি কাঁচের আয়নায়
ধুলো পড়েছে শখের সোনার গয়নায়
শুধু একটিবার তারে দেখিবার বায়নায়।
দূর অচিন ভূমে কে নেবে খোঁজ
সে কথা ডেকে জানায়, আমায় রোজ
দূরের পাখি বিরান চরে ঘুমায়
পুরনো দিনের কত কথা মনে জমায়।
কণ্ঠের স্বর ভেঙ্গে বেতাল সুর
ধ্যানে ধ্যানে অবসান সলীল দুপুর
পুরনো মায়ায় কাটেনি মিথ্যে ঘোর
হঠাৎ এলে খুলবে মনের দোর।
তেপান্তরে চোখ জুড়ানো আঁধার নীলে
কথার কথাই শুধু দিয়ে গেলে
নিত্য মেঘের ভাঁজে ডুবল সবি
আর ফেরার বুঝি নেইকো দাবি।
বাঁশ বাগানে চাঁদ উপচে পড়ে
তারি ছায়া ভাসে শ্যামল পুরে
কল্পনায় বাঁধে মিলনের বিরাগী সুর
ছলছল চোখ মেলে চেয়ে বহুদূর।
তাঁরার আলো নিত্য যায় নিভে
শৈত্য বয়ে শুকায় ওষ্ঠ জিভে
স্তব্দ কান্নায় ভাঙবে শপথ দেয়াল
বিরহ বিষে ক্ষণেক্ষণে হারায় খেয়াল।
নয়ন কোনে জমে শুকনো জল
ভারায় হারায় কেবলি মনের বল
রক্তিম রবির আলো ছড়িয়ে গেল
দূর হতে সে বিদায় নিল।
শেষ সীমানায় পাখি সঙ্গী খুজে
বিলাসী স্বপন রাতের আঁধারে ডোবে
তবুও সে প্রতীক্ষায় জেগে রবে।
কত দিন না দেখার গোপন বাসনায়
মলিন মুখ দেখেনি কাঁচের আয়নায়
ধুলো পড়েছে শখের সোনার গয়নায়
শুধু একটিবার তারে দেখিবার বায়নায়।
দূর অচিন ভূমে কে নেবে খোঁজ
সে কথা ডেকে জানায়, আমায় রোজ
দূরের পাখি বিরান চরে ঘুমায়
পুরনো দিনের কত কথা মনে জমায়।
কণ্ঠের স্বর ভেঙ্গে বেতাল সুর
ধ্যানে ধ্যানে অবসান সলীল দুপুর
পুরনো মায়ায় কাটেনি মিথ্যে ঘোর
হঠাৎ এলে খুলবে মনের দোর।
তেপান্তরে চোখ জুড়ানো আঁধার নীলে
কথার কথাই শুধু দিয়ে গেলে
নিত্য মেঘের ভাঁজে ডুবল সবি
আর ফেরার বুঝি নেইকো দাবি।
বাঁশ বাগানে চাঁদ উপচে পড়ে
তারি ছায়া ভাসে শ্যামল পুরে
কল্পনায় বাঁধে মিলনের বিরাগী সুর
ছলছল চোখ মেলে চেয়ে বহুদূর।
তাঁরার আলো নিত্য যায় নিভে
শৈত্য বয়ে শুকায় ওষ্ঠ জিভে
স্তব্দ কান্নায় ভাঙবে শপথ দেয়াল
বিরহ বিষে ক্ষণেক্ষণে হারায় খেয়াল।
নয়ন কোনে জমে শুকনো জল
ভারায় হারায় কেবলি মনের বল
রক্তিম রবির আলো ছড়িয়ে গেল
দূর হতে সে বিদায় নিল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১১/০২/২০১৮সুন্দর,ধন্যবাদ প্রিয় কবি।
-
ফয়সাল রহমান ০৯/০২/২০১৮সুন্দর
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৯/০২/২০১৮Awesome
-
আব্দুল হক ০৮/০২/২০১৮Nice thnx