কটু কথা
কি কটু কথা শুনাইলে বন্ধু?
আমি তুলার মত হালকা হই, বালুর মত বিন্দু
তোমার পাল্লায় পাথর চাপে, উপছায় পাপের সিন্ধু
কি কটু কথা শুনাইলে বন্ধু?
নিচ হতে টানছ পায়ে রশি বেঁধে
শীতল মনে রয় না খিদে
খোদায় মেহমান বানায় আমায় সেধে
নিচ হতে টানছ পায়ে রশি বেঁধে।
শ্বেত মেঘের মত আমি ঊর্ধ্বে চলি
আঁধার মায়া পায়ে দলি
পুণ্য হারাও তোমার শূন্য ঝুলি
শ্বেত মেঘের মত আমি ঊর্ধ্বে চলি।
নিজের শ্রম খরচ করে বাঁচালে বন্ধু আমায়
হেসে উড়ায়ে দেই প্রেম রাখি জমায়
বাঁধন কেটে মুক্তি চাইব শেষ দিনের ক্ষমায়
নিজের শ্রম খরচ করে বাঁচালে বন্ধু আমায়।
আমি তুলার মত হালকা হই, বালুর মত বিন্দু
তোমার পাল্লায় পাথর চাপে, উপছায় পাপের সিন্ধু
কি কটু কথা শুনাইলে বন্ধু?
নিচ হতে টানছ পায়ে রশি বেঁধে
শীতল মনে রয় না খিদে
খোদায় মেহমান বানায় আমায় সেধে
নিচ হতে টানছ পায়ে রশি বেঁধে।
শ্বেত মেঘের মত আমি ঊর্ধ্বে চলি
আঁধার মায়া পায়ে দলি
পুণ্য হারাও তোমার শূন্য ঝুলি
শ্বেত মেঘের মত আমি ঊর্ধ্বে চলি।
নিজের শ্রম খরচ করে বাঁচালে বন্ধু আমায়
হেসে উড়ায়ে দেই প্রেম রাখি জমায়
বাঁধন কেটে মুক্তি চাইব শেষ দিনের ক্ষমায়
নিজের শ্রম খরচ করে বাঁচালে বন্ধু আমায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৮/০২/২০১৮বাহ! সুন্দর
-
আলম সারওয়ার ০৮/০২/২০১৮চমত্কার
-
মো : আবুল হোসেন ০৭/০২/২০১৮সুন্দর, ধন্যবাদ কবি।