তুমি চোখের জলের বাঁধ দিবে কিসে
যখন সোনার দেহ আমার মাটিতে যায় মিশে
তুমি চোখের জলের বাঁধ দিবে কিসে?
সোনা বন্ধুরে চোখের জলের বাঁধ দিবে কিসে?
থাকিতে চেননি আমায় সবুজের এই ধরায়
মাটির দেহ লইয়া কর কত না রং বড়াই
হাসিব খেলিব আমি, কাদিবে ভোর নিশে
তুমি চোখের জলের বাঁধ দিবে কিসে?
সোনা বন্ধুরে চোখের জলের বাঁধ দিবে কিসে?
ভুল দিয়ে কি যায়রে বন্ধু আসল ফুল চেনা
তুমি আসল মিটালেনা রয়ে গেল লেনা দেনা
ফুটে রবো তাঁরা হয়ে ওই দূর আকাশে
তুমি চোখের জলের বাঁধ দিবে কিসে?
সোনা বন্ধুরে চোখের জলের বাঁধ দিবে কিসে?
তুমি চোখের জলের বাঁধ দিবে কিসে?
সোনা বন্ধুরে চোখের জলের বাঁধ দিবে কিসে?
থাকিতে চেননি আমায় সবুজের এই ধরায়
মাটির দেহ লইয়া কর কত না রং বড়াই
হাসিব খেলিব আমি, কাদিবে ভোর নিশে
তুমি চোখের জলের বাঁধ দিবে কিসে?
সোনা বন্ধুরে চোখের জলের বাঁধ দিবে কিসে?
ভুল দিয়ে কি যায়রে বন্ধু আসল ফুল চেনা
তুমি আসল মিটালেনা রয়ে গেল লেনা দেনা
ফুটে রবো তাঁরা হয়ে ওই দূর আকাশে
তুমি চোখের জলের বাঁধ দিবে কিসে?
সোনা বন্ধুরে চোখের জলের বাঁধ দিবে কিসে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৭/০২/২০১৮সাবলীল বর্ণনাতে কবিতাটি ভাল লেগেছে।সত্যিই তো চোখের জলে বাঁধ দেওয়ার কর্ম কবে কে করেছে!
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০২/২০১৮কথা সত্য।
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৬/০২/২০১৮Nice