মনের ঘরে মনের নাইরে বাস
মনের ঘরে মনের নাইরে বাস
সোনা পাখিরে মনের ঘরে মনের নাইরে বাস
মন তারে চেয়ে ব্যাকুল হল গত বারোমাস
সোনা পাখিরে মনের ঘরে মনের নাইরে বাস।
মন যতই শক্ত করি সে মরে তার জ্বালায়
তারি কাছে সকাল সাঁঝে ফাক ফোকরে যায় পলায়
আমি কার কে আমার ভাবিয়া হই উদাস
সোনা পাখিরে মনের ঘরে মনের নাইরে বাস।
মনের সাথে করি লড়াই পুড়ে মরুক খরায় খরায়
মন মরিবে তারে জড়ায় কি আছে উপায়
মন বলে চোখে চোখে তারে দেখার অভিলাষ
সোনা পাখিরে মনের ঘরে মনের নাইরে বাস।
সোনা পাখিরে মনের ঘরে মনের নাইরে বাস
মন তারে চেয়ে ব্যাকুল হল গত বারোমাস
সোনা পাখিরে মনের ঘরে মনের নাইরে বাস।
মন যতই শক্ত করি সে মরে তার জ্বালায়
তারি কাছে সকাল সাঁঝে ফাক ফোকরে যায় পলায়
আমি কার কে আমার ভাবিয়া হই উদাস
সোনা পাখিরে মনের ঘরে মনের নাইরে বাস।
মনের সাথে করি লড়াই পুড়ে মরুক খরায় খরায়
মন মরিবে তারে জড়ায় কি আছে উপায়
মন বলে চোখে চোখে তারে দেখার অভিলাষ
সোনা পাখিরে মনের ঘরে মনের নাইরে বাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৫/০২/২০১৮চমৎকার লেখা
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০২/২০১৮ভাবের কথা।
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৫/০২/২০১৮অনেক সুন্দর লিখনী জনাব।শুভ কামনা রইল।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৫/০২/২০১৮ভালোবাসা রইলো কবির প্রতি