অভিযাত্রী
তুমি করেছ মানা
তবু কে দিল হানা
আমার দুখের পবনে
যে আসিবে সেতো
নয়তো আমার আসে গোপনে
বেধেছি গোপন আশা
উড়িছে ভাসা ভাসা
অথৈ সাগর পানে
আমি ছুটেছি দূরে ওই সুদূরে
জীবন সন্ধ্যানে।
মা ডাকে ফিরে
আসবনা ফিরে
যদি ঘুম ভাঙ্গে তোমার
চরণ ধূলি দিও মাগো
সালাম নিও তার
পথের ধূলা উড়াল দিয়ে
আমার গায়ে লাগে
সুর তুলে কোকিল আজি
পিছু আমায় ডাকে।
তবু কে দিল হানা
আমার দুখের পবনে
যে আসিবে সেতো
নয়তো আমার আসে গোপনে
বেধেছি গোপন আশা
উড়িছে ভাসা ভাসা
অথৈ সাগর পানে
আমি ছুটেছি দূরে ওই সুদূরে
জীবন সন্ধ্যানে।
মা ডাকে ফিরে
আসবনা ফিরে
যদি ঘুম ভাঙ্গে তোমার
চরণ ধূলি দিও মাগো
সালাম নিও তার
পথের ধূলা উড়াল দিয়ে
আমার গায়ে লাগে
সুর তুলে কোকিল আজি
পিছু আমায় ডাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০৪/০২/২০১৮সুন্দর,আন্তরিক ভালোবাসা ও শুভকামনা রইল
-
অভিষেক চক্রবর্তী ০৪/০২/২০১৮bhalo
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০২/২০১৮ভালো।