আপন পথ
শিয়াল মশায়, শিয়াল মশায়
তুমি দৌড়ে যাচ্ছ কোথায়?
হাস খাব মোরগ খাব
নির্জনে পাব আমি যেথায়।
একটু দাঁড়াও কথা বলি
খেতে দেব ডালি ডালি
নাড়ল কোরা বৃদ্ধ ভেড়া
কাঁকড়া ভাজা জোড়া জোড়া।
কি হল আবার চল
হেসে হেসে কথা বল
চাইনা বসে ভোজের কিছু
পথ ছাড় ভাই আমার পিছু।
জানি মানুষের স্বভাব কেমন
মারে আহা যেমন তেমন
পর লোভে কিছু না ভুলি
আমার পথে আমি চলি।
তুমি দৌড়ে যাচ্ছ কোথায়?
হাস খাব মোরগ খাব
নির্জনে পাব আমি যেথায়।
একটু দাঁড়াও কথা বলি
খেতে দেব ডালি ডালি
নাড়ল কোরা বৃদ্ধ ভেড়া
কাঁকড়া ভাজা জোড়া জোড়া।
কি হল আবার চল
হেসে হেসে কথা বল
চাইনা বসে ভোজের কিছু
পথ ছাড় ভাই আমার পিছু।
জানি মানুষের স্বভাব কেমন
মারে আহা যেমন তেমন
পর লোভে কিছু না ভুলি
আমার পথে আমি চলি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ০৩/০২/২০১৮সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ০১/০২/২০১৮ছন্দে আরও খেয়াল রাখবেন বন্ধু।
শুভকামনা রইলো।