হীনমান্য
পাতাল খুড়ে সন্ধ্যা সকাল দামি স্বর্ণ জড়ালে গায়
সুখি বাসনায় শোভা ঝরে
প্রাণে সহে না তিক্ত ঝাল স্বপ্ন ধরায়ে করে হায়
বাচার তাগিদে ক্ষিপ্ত লড়ে।
ঘষি ঘষি কেটে বিপদ যশ ঘৃত ধরায়ে হাতে
পথে আগুন বাঁধে ফণা
সাধুর ছলে মন্ত্রে গীবত ছাই পড়ল হায় পাতে
হীন বলে ঘৃণ্য এক কণা।
অবোধ ভোলে জীবনের মর্মডাক ভাঁটি বেলা থেকে উপোষ
ক্ষুধার কালে রজনী ভাগ
জল পানে ঘুমায়ে থাক চিরচির গর্জনে ওঠে রত্ন কোষ
জল মুছে পূর্ণতা দিল রাগ।
সাধের চরণ গর্তে ঢুকায়া দেখি তার অপার লীলা
গুঞ্জন উপচায়ে বাতাসে ভরে
নীল প্রস্তর কণা শুকায়া নিখিল অন্তরালে পাথরের শিলা
খুজি ভাঁজে মৃত্তিকার ধারে।
হিংসার কালো ছক ছেটে নিরুদ্দেশের মেলায় মরিচিকা সঙ্গী
ঝুমুর বাজলো ঝুপ বৃথা
খুজি ভবে সন্ধানে হেটে অর্থের পীড়ন দেখাল নানা ভঙ্গি
তিমির তোরণে ছায়া পড়েছে বাঁধা।
শ্রমের শোভন দুলিতেছে কানে সোনাকে দামি করল কে সে?
দাম নাই তার নাম নাই
চাইল না নির্বোধের পানে ঘাম দিয়া দায় সারে গনগন তুষে
আগুনে পুড়ে গড়াল সোনার চাই।
সুখি বাসনায় শোভা ঝরে
প্রাণে সহে না তিক্ত ঝাল স্বপ্ন ধরায়ে করে হায়
বাচার তাগিদে ক্ষিপ্ত লড়ে।
ঘষি ঘষি কেটে বিপদ যশ ঘৃত ধরায়ে হাতে
পথে আগুন বাঁধে ফণা
সাধুর ছলে মন্ত্রে গীবত ছাই পড়ল হায় পাতে
হীন বলে ঘৃণ্য এক কণা।
অবোধ ভোলে জীবনের মর্মডাক ভাঁটি বেলা থেকে উপোষ
ক্ষুধার কালে রজনী ভাগ
জল পানে ঘুমায়ে থাক চিরচির গর্জনে ওঠে রত্ন কোষ
জল মুছে পূর্ণতা দিল রাগ।
সাধের চরণ গর্তে ঢুকায়া দেখি তার অপার লীলা
গুঞ্জন উপচায়ে বাতাসে ভরে
নীল প্রস্তর কণা শুকায়া নিখিল অন্তরালে পাথরের শিলা
খুজি ভাঁজে মৃত্তিকার ধারে।
হিংসার কালো ছক ছেটে নিরুদ্দেশের মেলায় মরিচিকা সঙ্গী
ঝুমুর বাজলো ঝুপ বৃথা
খুজি ভবে সন্ধানে হেটে অর্থের পীড়ন দেখাল নানা ভঙ্গি
তিমির তোরণে ছায়া পড়েছে বাঁধা।
শ্রমের শোভন দুলিতেছে কানে সোনাকে দামি করল কে সে?
দাম নাই তার নাম নাই
চাইল না নির্বোধের পানে ঘাম দিয়া দায় সারে গনগন তুষে
আগুনে পুড়ে গড়াল সোনার চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০২/০২/২০১৮ভালো।