প্রতিদান
গৃহে ফিরলে গহীন অরণ্য জয়ে
কোমল চারা সবুজ হয়ে উঠছে দিগন্ত বেয়ে
চৈত্রে ভুগে অন্ন ছাড়া, সবলদেহি হয়নি খাড়া
স্রোতে বিষাক্ত শৈবাল জমে, থোকনা বহরে দমে দমে
জল বইতে অলসে জরা
পিপাসায় কাতর স্বচ্ছ জলের পাইনে সাড়া
আম্যাবরশায় অন্ধকারে অগ্নি দাউ দাউয়ে জ্বলে
শ্যামল জনপদ রুখতে চায় নানা কৌশলে।
শোঁশোঁ হাওয়ার ভেলায় ভাস তুমি একা
ভীরু ভীরু সংশয় বারবার দেয় দেখা
নব দ্বীপ সৃষ্টি করে কাঁধে শূন্য ঝোলা
নৃত্য তালে সরোবরে করে খেলা
মুখ চেয়ে সম্ভ্রম অসহায় দ্বারে
সুযোগ সন্ধানী মন্ত্র ছেড়ে বারে বারে।
রাত বহে গুপ্ত ভয়ে কেউ বলেনি তোমার হয়ে
জুয়ানরে কেন বাঁধ কোন দোষের রেশে
সান্ত্বনা চেপে আছে বিকট বেশে।
পূরণ করে শত স্বাদ তার থেকে তুমি বাদ
জাননা আর কত পথ আঁধারে ভেসে
সাজিয়ে নিরুদ্দেশের রথ তাদের ভালোবেসে
নিদ্রায় ঢোলে অজ্ঞানে খোয়ানো দীর্ঘশ্বাস আঘাত হানে
তোমার পানে মন্ত্র বিলায়ে কানে গোপন আয়োজনে
পেরিয়ে ঢেউয়ের ঝাঞ্ঝা, এলে মানব দেশে
পিছু ডাকে নগ্ন বাঁকে তুমি কে সে?
তোল আমায় ভরা নগরে ঊর্ধ্ব সংগ্রামে কৃপণতা ঝেড়ে
মুখ ফিরিয়ে শতজনে শত মত
বিমুখতা মৃত্যুর করুণ আর্তনাদ
এসেছিল সাধ্য দিতে তাই বাধ্য আঁধার রাতে
বাড়ায়ে হাত গুটে নাও শূন্য হাতে
আহা!!! দানের প্রতিদান এতো নয়
সমাদরে গ্রহণ ব্যর্থ অবোধ নিরুপায়।
কোমল চারা সবুজ হয়ে উঠছে দিগন্ত বেয়ে
চৈত্রে ভুগে অন্ন ছাড়া, সবলদেহি হয়নি খাড়া
স্রোতে বিষাক্ত শৈবাল জমে, থোকনা বহরে দমে দমে
জল বইতে অলসে জরা
পিপাসায় কাতর স্বচ্ছ জলের পাইনে সাড়া
আম্যাবরশায় অন্ধকারে অগ্নি দাউ দাউয়ে জ্বলে
শ্যামল জনপদ রুখতে চায় নানা কৌশলে।
শোঁশোঁ হাওয়ার ভেলায় ভাস তুমি একা
ভীরু ভীরু সংশয় বারবার দেয় দেখা
নব দ্বীপ সৃষ্টি করে কাঁধে শূন্য ঝোলা
নৃত্য তালে সরোবরে করে খেলা
মুখ চেয়ে সম্ভ্রম অসহায় দ্বারে
সুযোগ সন্ধানী মন্ত্র ছেড়ে বারে বারে।
রাত বহে গুপ্ত ভয়ে কেউ বলেনি তোমার হয়ে
জুয়ানরে কেন বাঁধ কোন দোষের রেশে
সান্ত্বনা চেপে আছে বিকট বেশে।
পূরণ করে শত স্বাদ তার থেকে তুমি বাদ
জাননা আর কত পথ আঁধারে ভেসে
সাজিয়ে নিরুদ্দেশের রথ তাদের ভালোবেসে
নিদ্রায় ঢোলে অজ্ঞানে খোয়ানো দীর্ঘশ্বাস আঘাত হানে
তোমার পানে মন্ত্র বিলায়ে কানে গোপন আয়োজনে
পেরিয়ে ঢেউয়ের ঝাঞ্ঝা, এলে মানব দেশে
পিছু ডাকে নগ্ন বাঁকে তুমি কে সে?
তোল আমায় ভরা নগরে ঊর্ধ্ব সংগ্রামে কৃপণতা ঝেড়ে
মুখ ফিরিয়ে শতজনে শত মত
বিমুখতা মৃত্যুর করুণ আর্তনাদ
এসেছিল সাধ্য দিতে তাই বাধ্য আঁধার রাতে
বাড়ায়ে হাত গুটে নাও শূন্য হাতে
আহা!!! দানের প্রতিদান এতো নয়
সমাদরে গ্রহণ ব্যর্থ অবোধ নিরুপায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।