বাদলিনী
ঝুনঝুনিয়ে ওঠে ঝুমুর
গুনগুনিয়ে গান
চনমনিয়ে ওঠে আমার
মরা দেহে প্রাণ
গগণ জুড়ে খোলস ছেড়ে
ঝুমঝুমিয়ে এল বাদল
টুপটাপ ঝুপঝাঁপ
পরজ সুরে বাজে মাদল
রসের পাহাড় পাতার বাহার
ওই দূরে ডাকে
পলির ভাঁজে ঝিনুক সাজে
রেখ গেল বাঁকে।
কণায় কণায় ফেনায় ফেনায়
ডোবে গাঁয়ের ঝি
পতির আশে হেসে হেসে
মনে পড়ে কি?
নেবুর তলে জলে জলে
বাঁধে স্রোত ধারা
লতার তারে সুর ধরে
চলে গেল ওরা।
গুনগুনিয়ে গান
চনমনিয়ে ওঠে আমার
মরা দেহে প্রাণ
গগণ জুড়ে খোলস ছেড়ে
ঝুমঝুমিয়ে এল বাদল
টুপটাপ ঝুপঝাঁপ
পরজ সুরে বাজে মাদল
রসের পাহাড় পাতার বাহার
ওই দূরে ডাকে
পলির ভাঁজে ঝিনুক সাজে
রেখ গেল বাঁকে।
কণায় কণায় ফেনায় ফেনায়
ডোবে গাঁয়ের ঝি
পতির আশে হেসে হেসে
মনে পড়ে কি?
নেবুর তলে জলে জলে
বাঁধে স্রোত ধারা
লতার তারে সুর ধরে
চলে গেল ওরা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাশেদ খাঁন ২৮/০১/২০১৮ভালো লাগলো
-
শ.ম. শহীদ ২৮/০১/২০১৮দারুণ সুন্দর বাদলের ছড়া।
শুভেচ্ছা। -
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৮/০১/২০১৮সুন্দর প্রকাশ