সংগ্রাম
প্রবাস জগতে মেটায় জীবন স্বাদ
সনানন্দে ভেঙ্গে ঝড় ঝটিকা বাঁধ
খরার মাঝে প্রহর সাজে নিত্য নতুন ধারা
ভক্তিময়ে বিনয়ী ভূষণ যতবার যাই মারা
রক্ত কোষে জাগে ওরে রক্তাক্ত বাণী
মরু প্রভাতে হাসি মুখে সত্য লাভে হানাহানি
রঙ্গিন মুখে বাধবি সুখে শিষ্ট জ্ঞাতি ভাই
সত্য যুগে সত্য ছাড়া আরতো কিছু নাই।
ধনের জন্য নয় ওরে মানের জন্য নয়
আসবি তেড়ে অগ্নি বলয় হারবে পরাজয়
অভিমানীর গরদ রাজ্যে মায়ার বন্ধন ঢেলে
বন্ধুর পথে ভ্রমে ভ্রমে জীবন পূর্ণ মেলে
বিরলে ওঠে ভেসে অদম্য বাসনা
যে যা বলুক দিব্যি মেলাক রটনা
কৌমুদী গা এলিয়ে ভাসছে গগন গায়
বন্দী হেকিম মুখ ফিরিয়ে করে হায় হায়।
ঐতো জাগে স্বপ্ন ঘোরে আলোর মহিমা
মূর্ছা ভাঙে রক্ত রাগে অলীক চিত্তমা
ধ্যান বদলে শঙ্কা কাঁপে তীক্ষ্ণ নবীন অস্ত্র
জয়োল্লাসে অস্ত রবি খুলবে এবার দৈত্যনা বস্ত্র
সঞ্চিত বিষাদ ব্যাথিত মনে বাজে
লুকানো চিতা ভাসে গোপন গোপন লাজে
উদ্দাম সংকুল ঢেউ সাগর বুকে
লোনা জলে বাচে আছড়ে ধুকে ধুকে।
ঘাতক সংকটে ছোড়ে মুক্তি পণ
অলক্ষে জাগে যুদ্ধের গুপ্ত মন
দুর্মর চতনায় শঙ্কিত মৃত্যু ভয়
পুড়ে যাবে প্রাণ তবু ধ্বংস হবার নয়
অন্যায় অবিচার দহনে দারুন খরা
প্রবল ধ্বনিত প্রতিবাদে যাবে ওরা মারা
দর্শনে রক্ত ঝরা দুরলাশের কাব্য
এ জীবনতো পূর্ণ মিলন মহাজয়ে রব্য।
সনানন্দে ভেঙ্গে ঝড় ঝটিকা বাঁধ
খরার মাঝে প্রহর সাজে নিত্য নতুন ধারা
ভক্তিময়ে বিনয়ী ভূষণ যতবার যাই মারা
রক্ত কোষে জাগে ওরে রক্তাক্ত বাণী
মরু প্রভাতে হাসি মুখে সত্য লাভে হানাহানি
রঙ্গিন মুখে বাধবি সুখে শিষ্ট জ্ঞাতি ভাই
সত্য যুগে সত্য ছাড়া আরতো কিছু নাই।
ধনের জন্য নয় ওরে মানের জন্য নয়
আসবি তেড়ে অগ্নি বলয় হারবে পরাজয়
অভিমানীর গরদ রাজ্যে মায়ার বন্ধন ঢেলে
বন্ধুর পথে ভ্রমে ভ্রমে জীবন পূর্ণ মেলে
বিরলে ওঠে ভেসে অদম্য বাসনা
যে যা বলুক দিব্যি মেলাক রটনা
কৌমুদী গা এলিয়ে ভাসছে গগন গায়
বন্দী হেকিম মুখ ফিরিয়ে করে হায় হায়।
ঐতো জাগে স্বপ্ন ঘোরে আলোর মহিমা
মূর্ছা ভাঙে রক্ত রাগে অলীক চিত্তমা
ধ্যান বদলে শঙ্কা কাঁপে তীক্ষ্ণ নবীন অস্ত্র
জয়োল্লাসে অস্ত রবি খুলবে এবার দৈত্যনা বস্ত্র
সঞ্চিত বিষাদ ব্যাথিত মনে বাজে
লুকানো চিতা ভাসে গোপন গোপন লাজে
উদ্দাম সংকুল ঢেউ সাগর বুকে
লোনা জলে বাচে আছড়ে ধুকে ধুকে।
ঘাতক সংকটে ছোড়ে মুক্তি পণ
অলক্ষে জাগে যুদ্ধের গুপ্ত মন
দুর্মর চতনায় শঙ্কিত মৃত্যু ভয়
পুড়ে যাবে প্রাণ তবু ধ্বংস হবার নয়
অন্যায় অবিচার দহনে দারুন খরা
প্রবল ধ্বনিত প্রতিবাদে যাবে ওরা মারা
দর্শনে রক্ত ঝরা দুরলাশের কাব্য
এ জীবনতো পূর্ণ মিলন মহাজয়ে রব্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ২৮/০১/২০১৮
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৭/০১/২০১৮valO kobita
শুভেচ্ছা অনেক অনেক।