আগমন
বিশ্ব ঘাট ঘুরে অবশেষে
রাঙ্গালে পা বাংলায় এসে
পূর্ব আকাশে লাল রবি
সাজল রবে মাতল ছবি
অলি জানায় মধু চুষে
গাছের শাখায় আমার দেশে
কচি ভ্রুনে রঙ্গিন ফুল
সুবাস ভরা নদীর কূল।
ঘন পাতার আড়ালে রেখে
মেলার পোকা বেজায় ডাকে
ধানের শিস দোলে মাঠে
খুশির আমেজ নতুন পাঠে
উদাস মনে সদা ভাবি
এত আয়োজন কার দাবি।
নকশী কাঁথায় ফুল বুনে
জয় গান বসন্তের আগমনে
স্বপ্ন রাজ্যের পাখি তুমি
গ্রাম মাতানো রূপসী স্বামী
ছুটে চলে হলুদের দল
শূন্য তলে সুখের কোলাহল
সাজাও গ্রাম কুসুমিতা মনোহর
কৃষ্ণচূড়ায় সাজিয়ে কুটির ঘর।
রাঙ্গালে পা বাংলায় এসে
পূর্ব আকাশে লাল রবি
সাজল রবে মাতল ছবি
অলি জানায় মধু চুষে
গাছের শাখায় আমার দেশে
কচি ভ্রুনে রঙ্গিন ফুল
সুবাস ভরা নদীর কূল।
ঘন পাতার আড়ালে রেখে
মেলার পোকা বেজায় ডাকে
ধানের শিস দোলে মাঠে
খুশির আমেজ নতুন পাঠে
উদাস মনে সদা ভাবি
এত আয়োজন কার দাবি।
নকশী কাঁথায় ফুল বুনে
জয় গান বসন্তের আগমনে
স্বপ্ন রাজ্যের পাখি তুমি
গ্রাম মাতানো রূপসী স্বামী
ছুটে চলে হলুদের দল
শূন্য তলে সুখের কোলাহল
সাজাও গ্রাম কুসুমিতা মনোহর
কৃষ্ণচূড়ায় সাজিয়ে কুটির ঘর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৪/০১/২০১৮শেষের দুইলাইন খুব সুন্...ভালো কবিতা...
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৪/০১/২০১৮প্রকৃতির বর্ণনায় কবিতায় সুন্দরের প্রকাশ ।
দেশের প্রতিও ভালোবাসার বহিঃপ্রকাশ ।
শুভেচ্ছা ও ধন্যবাদ রলো । -
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৩/০১/২০১৮কবিকে দিলাম এক রাশ ভালোবাসা
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০১/২০১৮বেশ!