ভাবার্থ
যৌবন সবুজ তরুণ তরুর পল্লব
যদি মেঘ থেকে বর্ষিত হয় রহমত
ভোরের পাতায় জমে থাকা ঝলমলে জল
ধুলো ধুয়ে উজ্জ্বল হয় ভবিষ্যৎ
নান্দনিক ঐতিহাসিক ইতিহাস
দ্রোহে গড়ায় মোহবিষ্ট কীর্তি
কুটিল বিষয়ের মীমাংসা
অন্তরে থাকে প্রস্তাবিত ন্যায় রতি।
গুরুজনের পদধুলার বিনিময়ে মনোরঞ্জক
বিনয়ে গ্রন্থ করতে পারে চয়ন
লজ্জা মনের রাত্র খাবার স্বাদ
মানব কল্যাণের চিন্তায় করে না শয়ন
উদাসী মনের আলোয় উৎঘটিত মহৎ সাহিত্য
তার হয়ে নিজ গুনে দেয় পরিচয়
সুর বাঁধা গুমরা বাঁশি
নিঃসংকোচে বাজায় না করে ভয়।
বোবার মুখের বাকশক্তি
সুখের পরশে করে দর্শনে ভাবার্থ চালান
পরিত্যাক্ত বীণার সুর
তার দ্বারা সুরে ওঠে গান
শিকড় মূলের চূড়ান্ত রস
বিছাতে পারে সকল বাঁধা ভেদ করে
মামলার স্থূল আইন কানুন
লটাকায় নীতি মন কোটরের দ্বারে।
সতেজ পুষ্প, বৃন্ত বিহনেও পরম স্বার্থকতা
জন্মভুমে ছড়াতে পারে সুভাস
ভগ্ন দেয়েলে মাথা তুলে উকি দেয়া বটগাছ
ছায়া দেয় ভেঙ্গে দুর্যোগের আভাস
অকাল সম্বোধনের প্রচলিত সম্ভার
ছেড়া সভ্যতা জোড়া লাগায়
মুষ্টি বদ্ধ সাধুর লাঠির চেতন
কলঙ্ক দানবের পাঁজর বেঁকে ওড়ায় জয়ের কেতন।
পালতোলা মাঝির নৌকার নোঙ্গর
সন্ধানি কাটা পায় খুজে তল
দুঃস্বপ্ন দেহে থরথর কাঁপা ঘুম
বাঁচতে হলে যুদ্ধ করতে হবে অবিরল
সৎ ভাবুকের আত্ন প্রত্যয়
অসীম দিগন্তে জ্ঞানোজ্বলিত শিখা ছোটে
অগ্রসর জাতির প্রসন্ন চূড়া
যদি তার দ্বারা কর্মের ফল জোটে।
ইঙ্গিত ভাষার লুকানো ভাব
মর্মবাণী বুঝতে হয় সক্ষম
আদিম রুপের বিবর্তন ধারা
লালিত করে স্বার্থ তুচ্ছ ভ্রম
বহমান মাঘী উত্তরী বাতাস
চৈত্র বেলা সহে তাপের নিমন্ত্রণ
কোমল বিষাদের সংঘাত
তার দ্বারা বিপত্তির হয় দহন।
দুগ্ধ ধোয়া মুমুরশ রোগী
তার কাছে মরণ বাঁধে হার
মরুময় পথের জোয়ার
পোড়া বালুচর সরে, বেরুয় প্রশান্তির ধার।
সুখ দুখ ঘূর্ণিজল কিংবা ঝড়ে
যৌবন শূন্য হাতে দিক দিশা
সকল দেশ যৌবনের তরে
অন্তরে পরিস্ফুটিত থাকুক ভরসা।
যদি মেঘ থেকে বর্ষিত হয় রহমত
ভোরের পাতায় জমে থাকা ঝলমলে জল
ধুলো ধুয়ে উজ্জ্বল হয় ভবিষ্যৎ
নান্দনিক ঐতিহাসিক ইতিহাস
দ্রোহে গড়ায় মোহবিষ্ট কীর্তি
কুটিল বিষয়ের মীমাংসা
অন্তরে থাকে প্রস্তাবিত ন্যায় রতি।
গুরুজনের পদধুলার বিনিময়ে মনোরঞ্জক
বিনয়ে গ্রন্থ করতে পারে চয়ন
লজ্জা মনের রাত্র খাবার স্বাদ
মানব কল্যাণের চিন্তায় করে না শয়ন
উদাসী মনের আলোয় উৎঘটিত মহৎ সাহিত্য
তার হয়ে নিজ গুনে দেয় পরিচয়
সুর বাঁধা গুমরা বাঁশি
নিঃসংকোচে বাজায় না করে ভয়।
বোবার মুখের বাকশক্তি
সুখের পরশে করে দর্শনে ভাবার্থ চালান
পরিত্যাক্ত বীণার সুর
তার দ্বারা সুরে ওঠে গান
শিকড় মূলের চূড়ান্ত রস
বিছাতে পারে সকল বাঁধা ভেদ করে
মামলার স্থূল আইন কানুন
লটাকায় নীতি মন কোটরের দ্বারে।
সতেজ পুষ্প, বৃন্ত বিহনেও পরম স্বার্থকতা
জন্মভুমে ছড়াতে পারে সুভাস
ভগ্ন দেয়েলে মাথা তুলে উকি দেয়া বটগাছ
ছায়া দেয় ভেঙ্গে দুর্যোগের আভাস
অকাল সম্বোধনের প্রচলিত সম্ভার
ছেড়া সভ্যতা জোড়া লাগায়
মুষ্টি বদ্ধ সাধুর লাঠির চেতন
কলঙ্ক দানবের পাঁজর বেঁকে ওড়ায় জয়ের কেতন।
পালতোলা মাঝির নৌকার নোঙ্গর
সন্ধানি কাটা পায় খুজে তল
দুঃস্বপ্ন দেহে থরথর কাঁপা ঘুম
বাঁচতে হলে যুদ্ধ করতে হবে অবিরল
সৎ ভাবুকের আত্ন প্রত্যয়
অসীম দিগন্তে জ্ঞানোজ্বলিত শিখা ছোটে
অগ্রসর জাতির প্রসন্ন চূড়া
যদি তার দ্বারা কর্মের ফল জোটে।
ইঙ্গিত ভাষার লুকানো ভাব
মর্মবাণী বুঝতে হয় সক্ষম
আদিম রুপের বিবর্তন ধারা
লালিত করে স্বার্থ তুচ্ছ ভ্রম
বহমান মাঘী উত্তরী বাতাস
চৈত্র বেলা সহে তাপের নিমন্ত্রণ
কোমল বিষাদের সংঘাত
তার দ্বারা বিপত্তির হয় দহন।
দুগ্ধ ধোয়া মুমুরশ রোগী
তার কাছে মরণ বাঁধে হার
মরুময় পথের জোয়ার
পোড়া বালুচর সরে, বেরুয় প্রশান্তির ধার।
সুখ দুখ ঘূর্ণিজল কিংবা ঝড়ে
যৌবন শূন্য হাতে দিক দিশা
সকল দেশ যৌবনের তরে
অন্তরে পরিস্ফুটিত থাকুক ভরসা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরিফ নীরদ ২২/০১/২০১৮অসাধারন।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২২/০১/২০১৮অনন্য সুন্দর । ধন্যবাদ প্রিয় ফাহাদ আলী ।
-
কামরুজ্জামান সাদ ২১/০১/২০১৮বেশ!
-
সাইয়িদ রফিকুল হক ২১/০১/২০১৮ভালো।
-
মোঃ সোহেল মাহমুদ ২১/০১/২০১৮দারুণ লিখেছেন কবি