নদীর কূল
নদীর ধারে বসে
শীতল বায়ু এসে
মন উড়িয়ে নিল হেথায়
সোনা ধান আছে যেথায়
ঢেউ হারিয়ে যায় কোথায়
নদীর বাঁকে মিশে।
তাল ফল যায় ভেসে
কোন সে অচিন দেশে
গহীন ভেলার আমন্ত্রণে
ফুলের গন্ধে বসন্ত পানে
ছবি একে মগ্ন মনে
নরম তুলি ঘাসে।
আনমনে দেখি বাংলার রুপ
মায়া আকা মাঝির সোনা মুখ
ক্লান্ত আয়েশে গা এলিয়ে
বসে নৌকার হালে
বাঁশির সুরে, রাখাল গরুর পালে
সবুজ পাখার তলে, ভিড়ায়ে জুড়ায় বুক।
প্রন্তরে ফোটে ঘাস ফুল
রং বিহনে ভাসায় দুকূল
গানের পাখি সুর কিনে
উড়ে চলে বনে বনে
আগুন ঝরে সূর্য কোনে
মধু হরণ দায়ে কাঁদে রঙ্গিন ফুল।
শরত জ্বরে ঘরে ঘরে সাজে নানা রং
হেমন্তের জয় উল্লাসে করে নানা ঢং
চন্দ্রিমা রাতে গলা ভরে গান
হুল্লোড়ে ধেয়ে আসে আনন্দ বান।
বটের তলে বসে মেলা
লজ্জাবতির একটি খেলা
গভীর মায়ায় অলস বেলা
লুকোচুরি আর এলে বেলে
খেলে ওরা কৌশলে
কাজল মেখে আড় চোখে, দেখে দুধার
কাঁপা পায়ে আছাড় খেয়ে মেশায় বুক বারবার
অসীম মমতা অঝোরে ঝরঝর।
মাটির ছেলে নিত্য খেলে
জলের কানায়, বালুর দানায়
বানায় খেলনা দুর্গ
মোর স্বদেশ নদীর ধারে
আয় দেখি আয় লুকিয়ে চুপিসারে
যেথায় কাটে মোর ছোট জনমের
একবেলার হৃদয় ছোঁয়া স্বর্গ ।
শীতল বায়ু এসে
মন উড়িয়ে নিল হেথায়
সোনা ধান আছে যেথায়
ঢেউ হারিয়ে যায় কোথায়
নদীর বাঁকে মিশে।
তাল ফল যায় ভেসে
কোন সে অচিন দেশে
গহীন ভেলার আমন্ত্রণে
ফুলের গন্ধে বসন্ত পানে
ছবি একে মগ্ন মনে
নরম তুলি ঘাসে।
আনমনে দেখি বাংলার রুপ
মায়া আকা মাঝির সোনা মুখ
ক্লান্ত আয়েশে গা এলিয়ে
বসে নৌকার হালে
বাঁশির সুরে, রাখাল গরুর পালে
সবুজ পাখার তলে, ভিড়ায়ে জুড়ায় বুক।
প্রন্তরে ফোটে ঘাস ফুল
রং বিহনে ভাসায় দুকূল
গানের পাখি সুর কিনে
উড়ে চলে বনে বনে
আগুন ঝরে সূর্য কোনে
মধু হরণ দায়ে কাঁদে রঙ্গিন ফুল।
শরত জ্বরে ঘরে ঘরে সাজে নানা রং
হেমন্তের জয় উল্লাসে করে নানা ঢং
চন্দ্রিমা রাতে গলা ভরে গান
হুল্লোড়ে ধেয়ে আসে আনন্দ বান।
বটের তলে বসে মেলা
লজ্জাবতির একটি খেলা
গভীর মায়ায় অলস বেলা
লুকোচুরি আর এলে বেলে
খেলে ওরা কৌশলে
কাজল মেখে আড় চোখে, দেখে দুধার
কাঁপা পায়ে আছাড় খেয়ে মেশায় বুক বারবার
অসীম মমতা অঝোরে ঝরঝর।
মাটির ছেলে নিত্য খেলে
জলের কানায়, বালুর দানায়
বানায় খেলনা দুর্গ
মোর স্বদেশ নদীর ধারে
আয় দেখি আয় লুকিয়ে চুপিসারে
যেথায় কাটে মোর ছোট জনমের
একবেলার হৃদয় ছোঁয়া স্বর্গ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৯/০১/২০১৮বাংলার অনন্য রূপ ...
-
কে. পাল ১৯/০১/২০১৮Sundor
-
মধু মঙ্গল সিনহা ১৮/০১/২০১৮দারুণ লিখেছেন ,শুভেচ্ছা জানবেন।
-
আব্দুল হক ১৮/০১/২০১৮সুন্দর মনটা জুড়িয়ে যায়।
-
ফয়সাল রহমান ১৮/০১/২০১৮খুব ভালো