নিভৃতচারী
শয়নে স্বপনে গোপনে গোপনে
তারে খুজে পাই
নিভৃতে যারে মনে গো পড়ে
তারে ভোলা কি যায়?
মুক্ত ঝরা হাসি তারেই ভালোবাসি
আজি হয়েছি নিরুপায়
বিরাজও মনে জাগে ক্ষণে ক্ষণে
হারিয়েছি দূর অজানায়।
কাজল ভরা চোখে শিকারি দেখে
বিধেছে নেশার তীর
চাঁদোয়ার গগনে আলো ভরা ফাগুনে
হৃদয়ে সুখের ভিড়।
মরুর তৃষ্ণায় মায়া ভরা ছায়ায়
ডাকিলে সাড়া সে দেয়
চিত্ত দোলে সাথী হয়ে খেলে
সংসারে তারি অভিনয়।
তারে খুজে পাই
নিভৃতে যারে মনে গো পড়ে
তারে ভোলা কি যায়?
মুক্ত ঝরা হাসি তারেই ভালোবাসি
আজি হয়েছি নিরুপায়
বিরাজও মনে জাগে ক্ষণে ক্ষণে
হারিয়েছি দূর অজানায়।
কাজল ভরা চোখে শিকারি দেখে
বিধেছে নেশার তীর
চাঁদোয়ার গগনে আলো ভরা ফাগুনে
হৃদয়ে সুখের ভিড়।
মরুর তৃষ্ণায় মায়া ভরা ছায়ায়
ডাকিলে সাড়া সে দেয়
চিত্ত দোলে সাথী হয়ে খেলে
সংসারে তারি অভিনয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ১৯/০১/২০১৮সুন্দর কবিতা।
-
ফয়সাল রহমান ১৯/০১/২০১৮অনেক ভালো
-
সাঁঝের তারা ১৯/০১/২০১৮খুব ভাল
-
কে. পাল ১৯/০১/২০১৮Valo laga
-
কে. পাল ১৯/০১/২০১৮Bess
-
মধু মঙ্গল সিনহা ১৮/০১/২০১৮দারুণ লিখেছেন ,ধন্যবাদ আপনাকে।
-
ন্যান্সি দেওয়ান ১৮/০১/২০১৮Good...