শান্তি নগর
কদম তলে দোয়েল ডাকে
ঘুড়ি ওড়ে নদীর বাঁকে
সোনালী পটে ছবি আঁকে
রক্ত আভা রঙে ঝাকে।
গগণ জুড়ে নতুন সুরে
সূর্য ঢলে বিদেশ ঘুরে
রুপালী ইলিশ জাগে দূরে
কাদা মাখা ভর দুপুরে
সোনা সোনা মাঠ ভরে।
ঝর্না নামে পাহাড় ঠেলে
বিল সাজে শাপলা ফুলে
বেদম খেলায় মজে মেলা
গলাই ঝুলে ভরায় ডালা।
ভ্রমর ছোটে নতুন শাঁখে
জোনাক জ্বলে রাত্রি জেগে
ঝড় তোলে মৃদু রাগে
বন কাপে থর থর
ঢেউ তোলে ভেজা স্বর
বনের রাজা কুটুম বাঘে।
দোল খায় ধানের ডগা
উড়ে চলে সাদা বগা
বাঁশ ঝাড়ে ঘুঘুর বাসা
দূর গাঁ ভাসা ভাসা
চাঁদনী রাতে গল্প গুজব
দ্যাও, দস্যু, ভূত আজব।
দিন গড়িয়ে রাতের বেলা
ঘুমের রাজ্যে স্বপ্ন খেলা
এসব চলে আমার গ্রামে
শান্তি নগর দেশে
সব মিলে একাকার
সবি ভালোবেসে।
ঘুড়ি ওড়ে নদীর বাঁকে
সোনালী পটে ছবি আঁকে
রক্ত আভা রঙে ঝাকে।
গগণ জুড়ে নতুন সুরে
সূর্য ঢলে বিদেশ ঘুরে
রুপালী ইলিশ জাগে দূরে
কাদা মাখা ভর দুপুরে
সোনা সোনা মাঠ ভরে।
ঝর্না নামে পাহাড় ঠেলে
বিল সাজে শাপলা ফুলে
বেদম খেলায় মজে মেলা
গলাই ঝুলে ভরায় ডালা।
ভ্রমর ছোটে নতুন শাঁখে
জোনাক জ্বলে রাত্রি জেগে
ঝড় তোলে মৃদু রাগে
বন কাপে থর থর
ঢেউ তোলে ভেজা স্বর
বনের রাজা কুটুম বাঘে।
দোল খায় ধানের ডগা
উড়ে চলে সাদা বগা
বাঁশ ঝাড়ে ঘুঘুর বাসা
দূর গাঁ ভাসা ভাসা
চাঁদনী রাতে গল্প গুজব
দ্যাও, দস্যু, ভূত আজব।
দিন গড়িয়ে রাতের বেলা
ঘুমের রাজ্যে স্বপ্ন খেলা
এসব চলে আমার গ্রামে
শান্তি নগর দেশে
সব মিলে একাকার
সবি ভালোবেসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১৮/০১/২০১৮বেশ সুন্দর ধন্যবাদ!!
-
মধু মঙ্গল সিনহা ১৭/০১/২০১৮খুব সুন্দর,ধন্যবাদ প্রিয় কবি।
-
আলম সারওয়ার ১৭/০১/২০১৮অসাধারণ হয়েছে কবি শুভেচ্ছা জানবেন
-
সুমন দাস। ১৭/০১/২০১৮সুন্দর