www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সমর্পণ

আমিই চাঁদ হয়ে আসি, ভাসাব বলে তোমায়
আমিই শ্রাবণ হয়ে আসি, কাদাব বলে তোমায়
দুপুর হয়ে আসি ভাবাব বলে তোমায়
ঢেউ হয়ে আসি দুলাব বলে তোমায়।

রোদ হয়ে আসি পোড়াব বলে তোমায়
বসন্ত হয়ে আসি রাঙাব বলে তোমায়
সন্ধ্যা হয়ে আসি হারাব বলে তোমায়
দিগন্ত হয়ে আসি মিলাব বলে তোমায়।

ঘুম হয়ে আসি জড়াব বলে তোমায়
ফুল হয়ে আসি হাসাব বলে তোমায়
শিশির হয়ে আসি ছোব বলে তোমায়
কোকিল হয়ে আসি গান শোনাব বলে তোমায়।

নিশি হয়ে আসি বাহুতে ঢাকিব তোমায়
ঝিনুক হয়ে আসি লুকায়ে রাখিব তোমায়
মাকড়শার জাল বুনি বাঁধনে বাধিব তোমায়
আরক্তে করি অভিমানী রাগাব বলে তোমায়।

কাজল হয়ে আসি সাজাব বলে তোমায়
আমিই আনমনা হয়ে আসি ভুলাব বলে তোমায়
হাওয়া হয়ে আসি উড়াব বলে তোমায়
মালা হয়ে আসি পরাব তোমায়।

জোনাক হয়ে আসি জ্বালাবো বলে তোমায়
মেঘ হয়ে আসি ধোয়াব তোমায়
মসি হয়ে আসি লেখাব বলে তোমায়
পত্র হয়ে আসি পড়াব বলে তোমায়।

বৃক্ষ হয়ে আসি ছায়াতে রাখিব তোমায়
আমিই সাধনা হয়ে আসি লক্ষে পুরিব তোমায়
বজ্র হয়ে আসি চমকাব বলে তোমায়
ঝড় হয়ে আসি কাঁপাব বলে তোমায়।

মন্ত্র হয়ে আসি খেয়াল হারাব তোমায়
ষড়যন্ত্র হয়ে আসি কুরুপ দেখাব তোমায়
যুগ হয়ে আসি চিহ্ন রাখিবে তোমার
আয়না হয়ে আসি দেখব বলে তোমায়।

নোঙ্গর হয়ে আসি ভিরাব বলে তোমায়
হই তোমার মনে শিহরণ
না হতে করিও বারণ
ক্ষমা করিও আমায়।

নিখিলে আমার রুপের বাহার
মরু গিরি কিম্বা পাহাড়
আমিই ডানে বায়ে শুন্যি
আমি পত্র পাতার ঘূর্ণি।

আমিই প্রকৃতির একখণ্ড দর্পণ
তোমাতে আমারে করি গো অর্পণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এন আই পারভেজ ১৭/০১/২০১৮
    খুবই ভাল।
  • পি পি আলী আকবর ১৭/০১/২০১৮
    খুব সুন্দর
  • খুব সুন্দর
 
Quantcast