বর্ষা
সিক্ত পথে কোমল কাদা
বৃষ্টির তরে জীবন বাঁধা
নীড় তার খানিক দূরে
বর্ষার জল ধরেছে ঘিরে।
নিরুপায়ে নিজ ঠায়ে
উড়ে উড়ে কোন গাঁয়ে
দল বেধে সওদার খেলনি
ঝির ঝির ফোটা গাঁ
দোল দোল ফিরে যা
নীল আকাশের চালুনি।
খানিক বেলা সঙ্গিনী হারিয়ে
ডালে এক পায়ে দাড়িয়ে
কখন ফিরবে আপন ঘরে
রাজত্বে অটুটে বেড়ায় চড়ে
স্থির মেঘমালা আজি দূরে একা
কোনবা ভরসায় পাব আলোর দেখা।
দমকা হাওয়ায় ওড়ে পালক
গুড়গুড় জ্বলে বজ্র ঝলক
ঘূর্ণি বায়ু মুঠোয় ভরে
খুজব সুখ উড়ে উড়ে
ভেসে ভেসে জবা ফুল
খেলে সবে দুল দুল।
বর্ষণ রঙ্গে শ্রাবণের কথা
কখনো হলুদ, কখনো সাদা
ঝুট ঝাট যত ঘাট
পার হয়ে প্রান্তর
ঝুলিতে কাঁচা মাঠ
ভিজাব আজ অন্তর।
ঢেউয়ের পরে ঢেউ ফিরে আসে কূলে
গাঁ ভাসিয়ে চলব অঝোর শ্রাবণ ঢলে
ডাকুক যত আমার মত ফিরবনা আর পশ্চাতে
চলব আজি নয়ন বুজি বুনো লতার খরচাতে।
বৃষ্টির তরে জীবন বাঁধা
নীড় তার খানিক দূরে
বর্ষার জল ধরেছে ঘিরে।
নিরুপায়ে নিজ ঠায়ে
উড়ে উড়ে কোন গাঁয়ে
দল বেধে সওদার খেলনি
ঝির ঝির ফোটা গাঁ
দোল দোল ফিরে যা
নীল আকাশের চালুনি।
খানিক বেলা সঙ্গিনী হারিয়ে
ডালে এক পায়ে দাড়িয়ে
কখন ফিরবে আপন ঘরে
রাজত্বে অটুটে বেড়ায় চড়ে
স্থির মেঘমালা আজি দূরে একা
কোনবা ভরসায় পাব আলোর দেখা।
দমকা হাওয়ায় ওড়ে পালক
গুড়গুড় জ্বলে বজ্র ঝলক
ঘূর্ণি বায়ু মুঠোয় ভরে
খুজব সুখ উড়ে উড়ে
ভেসে ভেসে জবা ফুল
খেলে সবে দুল দুল।
বর্ষণ রঙ্গে শ্রাবণের কথা
কখনো হলুদ, কখনো সাদা
ঝুট ঝাট যত ঘাট
পার হয়ে প্রান্তর
ঝুলিতে কাঁচা মাঠ
ভিজাব আজ অন্তর।
ঢেউয়ের পরে ঢেউ ফিরে আসে কূলে
গাঁ ভাসিয়ে চলব অঝোর শ্রাবণ ঢলে
ডাকুক যত আমার মত ফিরবনা আর পশ্চাতে
চলব আজি নয়ন বুজি বুনো লতার খরচাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৬/০১/২০১৮সুন্দর লেখা....
-
পি পি আলী আকবর ১৫/০১/২০১৮ভালো
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০১/২০১৮ছন্দের দিকে একটু খেয়াল রাখবেন বন্ধু।