ঝরা বকুল
নিতে পার ঝরা বকুল ইচ্ছে তোমার যত
ফিরে এলে আগের মত আমার মত নাতো!!!
গন্ধ বিনে সেই বকুলের আছে কি হায় দাম
অলস বেলা জাগবোনা আর মুছে যাবে নাম।
শব্দ দিয়ে গল্প বোনা চিঠির পরে ভাজ
টোল পড়া গালের পরে স্বপ্ন মোড়া লাজ
সুতোর পাকে হয়নি বাঁধা হৃদয়ের আকুলতা
দূরে রেখে বকুলতলে কারসনে কও কথা।
মালা বদল গানে গানে হাত বাড়িয়ে দাও
কানন ভরা দিঘীর পাড়ে একটি মালা নাও
দূর আকাশে দেখলে বদন ঘুম পাহাড়ের দেশে
বকুল তলে হলুদ চিঠি উড়াও হেসে হেসে।
দেখা হবে বর্ষা কালে পড়ব আঁচল ছুঁয়ে
তোমার মনে সুখ হব দুঃখ সকল ধুয়ে
উদাস মনে ডাকলে আমায় দেখব হাওয়ায় মিলে
ঝরা ফুলের গন্ধ হব রেখ দুয়ার খুলে।
শয়নে তোমার পাশেই রবো মনটি হলে ভার
ছায়ার মত রইব পাশে ঝরা বকুল উপহার
মালা বদল গানে গানে হাত বাড়িয়ে দাও
কানন ভরা দিঘীর পাড়ে একটি মালা নাও।
ফিরে এলে আগের মত আমার মত নাতো!!!
গন্ধ বিনে সেই বকুলের আছে কি হায় দাম
অলস বেলা জাগবোনা আর মুছে যাবে নাম।
শব্দ দিয়ে গল্প বোনা চিঠির পরে ভাজ
টোল পড়া গালের পরে স্বপ্ন মোড়া লাজ
সুতোর পাকে হয়নি বাঁধা হৃদয়ের আকুলতা
দূরে রেখে বকুলতলে কারসনে কও কথা।
মালা বদল গানে গানে হাত বাড়িয়ে দাও
কানন ভরা দিঘীর পাড়ে একটি মালা নাও
দূর আকাশে দেখলে বদন ঘুম পাহাড়ের দেশে
বকুল তলে হলুদ চিঠি উড়াও হেসে হেসে।
দেখা হবে বর্ষা কালে পড়ব আঁচল ছুঁয়ে
তোমার মনে সুখ হব দুঃখ সকল ধুয়ে
উদাস মনে ডাকলে আমায় দেখব হাওয়ায় মিলে
ঝরা ফুলের গন্ধ হব রেখ দুয়ার খুলে।
শয়নে তোমার পাশেই রবো মনটি হলে ভার
ছায়ার মত রইব পাশে ঝরা বকুল উপহার
মালা বদল গানে গানে হাত বাড়িয়ে দাও
কানন ভরা দিঘীর পাড়ে একটি মালা নাও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়সাল রহমান ১৪/০১/২০১৮সেই দিন দেখেছিনু বকুল ফুল তোমার বাড়ীর আঙিনায়
-
আলম সারওয়ার ১৩/০১/২০১৮অপূর্ব
-
শ্যাম রাজ(শ্রী রাধাশ্যাম জানা) ১৩/০১/২০১৮অপূর্ব চমৎকার
-
কাজী জুবেরী মোস্তাক ১৩/০১/২০১৮একদম অসাধারণ
-
আব্দুর রউফ সালাফী ১৩/০১/২০১৮অসাধারণ
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০১/২০১৮আমাদের জীবনের ছবি ফুটে উঠেছে। ব্লগে স্বাগতম ও শুভেচ্ছা।