জয়িতা
ঘন বনের পাতার মত ঝনঝন
নিরালায় শীতল ছায়া
বৃষ্টি ভেজা মেঘলা দিনের শিহরণ
গতিহীন দূরের খেয়া।
তুমি কোকিলের মত সুর
মোহ আবেশের গুঞ্জন
তোমার ডাকে ধন্য অলসপুর
চলে বীরের খঞ্জন।
তুমি নুপুরের মত চঞ্চল
ভাবুক মনের বঞ্চনা ধ্বনি
গোপনে ডাহুকের ন্যায় চল অবিরল
পথিক, তোমার তরে খোজে মুক্তা খনি।
তুমি আগুনের মত ফুলকি
পুড়ে কর সব সর্বহারা
ঢোলকের ন্যায় ঢুলকি
নৃত্য ছন্দে কর পাগলপারা।
তোমার হাসিতে ফোটে
ভোরের লাল গোলাপ
কত মনিষী এক জোটে
তোমায় নিয়ে করেছে আলাপ।
তুমি মেঘের মত গুড়গুড়
ক্ষণিকের বিজলী গর্জন
শ্বেত বরফের ন্যায় ভংকুর
প্রেম নিবেদনে করে নেয় অর্জন।
তুমি পাখির ন্যায় দুরন্ত
কল্পনা আকাও মনে
আকাশের মত অনন্ত
রং পালটাও ক্ষণে ক্ষণে।
শামুকের মত শক্ত খোলস
মাঝে গভীর মায়া
দূর্বা ঘাসের নরম পরশ
লজ্জা চোখে নিয়া।
জ্যোৎস্না রাতের দূরের ঝলক
অভিযান নেপথ্যে সাহস দিয়া।
চাতক পাখির স্বপ্ন পালক
দুই মেরুর একটি খেয়া
ওগো তেমনি মোর গোপন প্রিয়া।
নিরালায় শীতল ছায়া
বৃষ্টি ভেজা মেঘলা দিনের শিহরণ
গতিহীন দূরের খেয়া।
তুমি কোকিলের মত সুর
মোহ আবেশের গুঞ্জন
তোমার ডাকে ধন্য অলসপুর
চলে বীরের খঞ্জন।
তুমি নুপুরের মত চঞ্চল
ভাবুক মনের বঞ্চনা ধ্বনি
গোপনে ডাহুকের ন্যায় চল অবিরল
পথিক, তোমার তরে খোজে মুক্তা খনি।
তুমি আগুনের মত ফুলকি
পুড়ে কর সব সর্বহারা
ঢোলকের ন্যায় ঢুলকি
নৃত্য ছন্দে কর পাগলপারা।
তোমার হাসিতে ফোটে
ভোরের লাল গোলাপ
কত মনিষী এক জোটে
তোমায় নিয়ে করেছে আলাপ।
তুমি মেঘের মত গুড়গুড়
ক্ষণিকের বিজলী গর্জন
শ্বেত বরফের ন্যায় ভংকুর
প্রেম নিবেদনে করে নেয় অর্জন।
তুমি পাখির ন্যায় দুরন্ত
কল্পনা আকাও মনে
আকাশের মত অনন্ত
রং পালটাও ক্ষণে ক্ষণে।
শামুকের মত শক্ত খোলস
মাঝে গভীর মায়া
দূর্বা ঘাসের নরম পরশ
লজ্জা চোখে নিয়া।
জ্যোৎস্না রাতের দূরের ঝলক
অভিযান নেপথ্যে সাহস দিয়া।
চাতক পাখির স্বপ্ন পালক
দুই মেরুর একটি খেয়া
ওগো তেমনি মোর গোপন প্রিয়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৪/১১/২০১৭ভালো লিখেছেন কবি বন্ধু। শুভেচ্ছা অফুরন্ত প্রিয়।।।।।
-
সাইদুর রহমান ১৩/১১/২০১৭ভালো লাগলো।