অতৃপ্ত স্বপন
তব উজ্জ্বল হাসি দেখি
নয়ন জল লুকে রাখি
দশের মাঝে চাষা আমি
সকল পরে ক্ষুদ্র স্বামী।
হরষ বিষে করলে রাগ
দিলাম পূর্ণ সকল ভাগ
খুলে নিলে গলার হার
কাঁধে বই ব্যাথার ভার।
সবুজ পথে পায়ের দাগ
ধুলোর বাসন ধুলোয় থাক
মৃদু তালে ওঠে ঝংকার
মিশুক পিষে সকল অহংকার।
মৃত্যু রচে করি ভিক্ষা
বুক পেতে তব রক্ষা
তব দ্বারে সুখের হানা
চোখ মেলে দেখতে মান।
নয়ন জল লুকে রাখি
দশের মাঝে চাষা আমি
সকল পরে ক্ষুদ্র স্বামী।
হরষ বিষে করলে রাগ
দিলাম পূর্ণ সকল ভাগ
খুলে নিলে গলার হার
কাঁধে বই ব্যাথার ভার।
সবুজ পথে পায়ের দাগ
ধুলোর বাসন ধুলোয় থাক
মৃদু তালে ওঠে ঝংকার
মিশুক পিষে সকল অহংকার।
মৃত্যু রচে করি ভিক্ষা
বুক পেতে তব রক্ষা
তব দ্বারে সুখের হানা
চোখ মেলে দেখতে মান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৩/১১/২০১৭ভালো লাগল,খুব সুন্দর লিখেছেন কবি।।
-
কামরুজ্জামান সাদ ১৩/১১/২০১৭সুন্দর
-
সাঁঝের তারা ১১/১১/২০১৭অনবদ্য ...
-
কে. পাল ১১/১১/২০১৭Sundor
-
সোলাইমান ১১/১১/২০১৭ভাল উপস্থাপনা, শুভেচ্ছা রইল ।
-
রনি বিশ্বাস ১০/১১/২০১৭অপূর্ব সুন্দর বন্ধু।