নীলিমা
কলকল উচ্ছ্বাসিত সাগরে, নীল মনির আকরে
কোথা তুমি জাগরে?
মায়াবি আড়ালে রেখে ডাকরে।
নাহি মন কোন কাজে
কেবলই তার সুর বাজে
শুনতে তাই মধুর লাগে
দণ্ড পেতে সাধ জাগে।
নাহি সুখ ঢাকে বদন
ছায়ায় বাধে অচিন বাঁধন
শাহানা, তব প্রিয়ে অজানা
মাদুলি বাজায়ে তৃপ্তির বাহান।
মরু পথে শূন্য পেয়ালা
মৃত্যু আসিবে, ভাঙবে বেহালা
রচিবে না আর গান
পাতিয়া রইবে ঝরনায় কান।
তুলোর হৃদয় পাথর হবে
আগুন নিভে আঁধার রবে
মন করিবে নিরবে আনচান
তোমার শুরু, আমার যুদ্ধ অবসান।
কোথা তুমি জাগরে?
মায়াবি আড়ালে রেখে ডাকরে।
নাহি মন কোন কাজে
কেবলই তার সুর বাজে
শুনতে তাই মধুর লাগে
দণ্ড পেতে সাধ জাগে।
নাহি সুখ ঢাকে বদন
ছায়ায় বাধে অচিন বাঁধন
শাহানা, তব প্রিয়ে অজানা
মাদুলি বাজায়ে তৃপ্তির বাহান।
মরু পথে শূন্য পেয়ালা
মৃত্যু আসিবে, ভাঙবে বেহালা
রচিবে না আর গান
পাতিয়া রইবে ঝরনায় কান।
তুলোর হৃদয় পাথর হবে
আগুন নিভে আঁধার রবে
মন করিবে নিরবে আনচান
তোমার শুরু, আমার যুদ্ধ অবসান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজাদ আলী ১৯/১০/২০১৭খুব ভালো শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কবি।
-
সাঁঝের তারা ১৮/১০/২০১৭সুন্দর