গাছের নাচ
বৃষ্টি তোমাকে আমি খুব ভালোবাসি,
কালো মেঘ তোমাকেও,
আলো নেই ঘরে, বাইরে বিদ্যুতের ঝলকানি,
ঝড় তোমার সে কিঅদ্ভুত আহ্বান,
সবাই ভয় পায় তোমাকে, আমি পাই না -
আমি যে তোমায় ভীষণ ভালোবাসি ।
আমার বাগানের সব গাছ যেন হাতছানি দিয়ে ডাকে,
ঝড়ের দাপটেও তারা যেন আমারই মতো -
মনে হয় তারা প্রকৃতির সবচেয়ে সুখী সন্তান,
নির্ভীক ভাবে তারা নেচে যায় পৃথিবীর বুকে
কখনো তারা মাটির দিকে ঝুঁকে -
কখনো তারা আকাশের দিকে তাকিয়ে থাকে
সে কি অপরূপ ছন্দ, কি উন্মাদ আনন্দ!
বৃষ্টির শব্দ মাটির ওপর, পাতার ওপর -
এ যেন ভালোবাসার অজানা কোন স্পর্শ,
বিদ্যুতের ঝলক, মেঘের শব্দ আর বৃষ্টির স্পর্শে
সব গাছ যেন বিভোর হয়ে যায়,
মাতালের মতো নাচ দেখায় আমাকে ।
কালো মেঘ তোমাকেও,
আলো নেই ঘরে, বাইরে বিদ্যুতের ঝলকানি,
ঝড় তোমার সে কিঅদ্ভুত আহ্বান,
সবাই ভয় পায় তোমাকে, আমি পাই না -
আমি যে তোমায় ভীষণ ভালোবাসি ।
আমার বাগানের সব গাছ যেন হাতছানি দিয়ে ডাকে,
ঝড়ের দাপটেও তারা যেন আমারই মতো -
মনে হয় তারা প্রকৃতির সবচেয়ে সুখী সন্তান,
নির্ভীক ভাবে তারা নেচে যায় পৃথিবীর বুকে
কখনো তারা মাটির দিকে ঝুঁকে -
কখনো তারা আকাশের দিকে তাকিয়ে থাকে
সে কি অপরূপ ছন্দ, কি উন্মাদ আনন্দ!
বৃষ্টির শব্দ মাটির ওপর, পাতার ওপর -
এ যেন ভালোবাসার অজানা কোন স্পর্শ,
বিদ্যুতের ঝলক, মেঘের শব্দ আর বৃষ্টির স্পর্শে
সব গাছ যেন বিভোর হয়ে যায়,
মাতালের মতো নাচ দেখায় আমাকে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২১/০৬/২০১৭মাতালের মতো নাচ গাছেদের - ভাল ভাবনা
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৬/২০১৭বৃষ্টির দিনে গাছের নাচ!
-
পরশ ২০/০৬/২০১৭অসাধারন
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/০৬/২০১৭সুন্দর।
-
কে. পাল ২০/০৬/২০১৭ভাল