ভাবনার ব্যথা
ভাবনার ব্যথা
=====================@@@
অনেক শিখেছি মেনে নিয়ে আমি
ছন্দিত পথে ছুটে,
ভেবেছি উঠেছে নিশ্চয় পিছে
সুবাসিত ফুল ফুটে।
ফিরে দেখি আজ তৃণও জাগে নি
কর্ষিত নয় ভূমি,
সম্ভ্রম খোয়ে ভাবনারা তাই
বেহালে বলছে চুমি -
’ভালোবেসে যদি চন্দ্রবিন্দু
ফোঁটাটুকু দিতো ধার,
হয়তো বা গেলে নিভৃতে চলে
তবুও হতো না হার!’
=====================@@@
অনেক শিখেছি মেনে নিয়ে আমি
ছন্দিত পথে ছুটে,
ভেবেছি উঠেছে নিশ্চয় পিছে
সুবাসিত ফুল ফুটে।
ফিরে দেখি আজ তৃণও জাগে নি
কর্ষিত নয় ভূমি,
সম্ভ্রম খোয়ে ভাবনারা তাই
বেহালে বলছে চুমি -
’ভালোবেসে যদি চন্দ্রবিন্দু
ফোঁটাটুকু দিতো ধার,
হয়তো বা গেলে নিভৃতে চলে
তবুও হতো না হার!’
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৮/০১/২০২৩খুব ভাল লাগল।
-
তাবেরী ২৪/১২/২০২২সুন্দর
-
ফয়জুল মহী ২৩/১২/২০২২অনেক সুন্দর প্রকাশ
-
সাইয়িদ রফিকুল হক ২৩/১২/২০২২ভাল।