টুকরো কথা -৪১ (অথচ ---)
টুকরো কথা -৪১ (অথচ ---)
=========================@@@
বাতিল বলে গণ্য করা হয় সাধারণত -
পুরাতনকে!
কেউ ফেলে দেয় -
কেউ বা অবহেলে --
আবার অনেকে দেখি ---
কিন্তু প্রাণের ক্ষেতে?
শতবর্ষী বৃক্ষেও প্রতি বছর মেতে উঠে
নব কিশলয়!
মানুষ বৃক্ষেরই মতন
অথচ ---
=========================@@@
বাতিল বলে গণ্য করা হয় সাধারণত -
পুরাতনকে!
কেউ ফেলে দেয় -
কেউ বা অবহেলে --
আবার অনেকে দেখি ---
কিন্তু প্রাণের ক্ষেতে?
শতবর্ষী বৃক্ষেও প্রতি বছর মেতে উঠে
নব কিশলয়!
মানুষ বৃক্ষেরই মতন
অথচ ---
মন্তব্যসমূহ
-
সুসঙ্গ শাওন ০৫/০৮/২০২৩বেশ সুন্দর
-
ফয়জুল মহী ০৪/০৮/২০২৩চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৪/০৮/২০২৩অনুপম
-
আব্দুর রহমান আনসারী ০৪/০৮/২০২৩অনন্য অনুপম অসাধারণ কাব্য