www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

টুকরো কথা -৭

টুকরো কথা -৭
=====================@@@

(১) জলছবি

একটা বসন্ত যদি পেতাম
মাত্র একটা
নিশ্চিত রচে যেতাম
বিরল এক কোকিলের গান,
বেঁচে থাকি বা না থাকি
আমি জানি
ও’ সুরেলা কণ্ঠে গান গেয়েই যেতো
এ’ পৃথিবীর আয়ুষ্কাল পর্যন্ত, অনবরত।

কি দুর্ভাগ্য!
প্রতিটি ঋতুর শেষে আসে বর্ষা
আমার এ’ জীবনে।
গ্রীষ্ম শরৎ হেমন্ত
এমন কি শীতেরও শেষে!
আর তাই, না চাইলেও আঁকতে হয় -
জলের ক্যানভাসে
জল মাখা তুলি দিয়ে
জল চেপে সঙ্গোপনে
জলের তাণ্ডবে কূলহারা
জলময় এক জলধির জলছবি!

(২) কষ্টের দহন

কষ্টরা চিরকালই অন্তর্ভেদী বহ্নিমান,
অনেকটাই ভাটার মতো।
তবে কিছু কষ্ট শুধু ভিতরেই পোড়ায় না
বাহিরেরও আনে আমূল পরিবর্তন
আর তা এতোটাই
যা দেখে অনায়াসে মুখ লুকায় -

’ঘর পোড়া ধ্বংসস্তূপের
তল থেকে সদ্য উদ্ধার হওয়া
মুণ্ডুহারা কোন দস্তাবেজ!’

(৩) বিচ্ছেদের বারি

’সখ্যতা যেখানে সচল
বিশ্বাস সেখানে অটল’
যদি এমনটা হতো!
পৃথিবীর বুক হয়তো বা অনেকটাই
থাকতো হালকা।

অবিশ্বাসেই হারে সখ্যতা
বিচ্ছেদেই বাড়ে বেদনা
আর -
পৃথিবীর বুকে সবচে’ ভারি বস্তু বলে
’সঙ্গোপনে ঝরা গনগনে অশ্রু!’
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০২/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast