টুকরো কথা -২৮ (সহায়ক)
টুকরো কথা -২৮ (সহায়ক)
==========================@@@
মাতৃ কোলের বাছা টিপ দিতে চাইলে ভালে
বাঁশ বাগানে থেমে যায়
চলমান চাঁদ।
ফিরবার আশা বুকে রেখে নগণ্য ধুলিও যায়
প্রায়শ উড়ে অম্বুদের গড় দর্শনে,
বাতাসের সম্প্রীতিতে।
স্বপ্ন ঝরা দু’টি অক্ষির সখ্যতা পেলে
খুব সময় লাগে না টেকসই হতে
বাউণ্ডুলের ভিত।
’সহায়ক মানেই চালক
চালক মানেই বিনায়ক’
নিশ্চয় বিনায়কেরই দ্বারা পূর্ণ নিয়ন্ত্রিত
এই ধরাতল -
যদিও দুখিনীর রিক্ত চালার আগুন হয়ে ওঠে
কখনো কখনো অরোধ্য!
==========================@@@
মাতৃ কোলের বাছা টিপ দিতে চাইলে ভালে
বাঁশ বাগানে থেমে যায়
চলমান চাঁদ।
ফিরবার আশা বুকে রেখে নগণ্য ধুলিও যায়
প্রায়শ উড়ে অম্বুদের গড় দর্শনে,
বাতাসের সম্প্রীতিতে।
স্বপ্ন ঝরা দু’টি অক্ষির সখ্যতা পেলে
খুব সময় লাগে না টেকসই হতে
বাউণ্ডুলের ভিত।
’সহায়ক মানেই চালক
চালক মানেই বিনায়ক’
নিশ্চয় বিনায়কেরই দ্বারা পূর্ণ নিয়ন্ত্রিত
এই ধরাতল -
যদিও দুখিনীর রিক্ত চালার আগুন হয়ে ওঠে
কখনো কখনো অরোধ্য!
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/০৬/২০২৩নাইস
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৯/০৬/২০২৩ভালো খুব
-
কে. পাল ০৯/০৬/২০২৩Bess