টুকরো কথা -২৬
টুকরো কথা -২৬
==========================@@@
(১) শুকতারাহীন সাঁঝের আকাশ
বিষাদের বারিধারা বিধ্বংসী হলেও
হারায় না পাহাড়, বুকের অটলতা!
দেয়ই এনে নব কিশলয়
পাতা ঝরার সার্থকতা, সংজ্ঞা হারা বিটপীকে!
ক্ষয়ে হওয়া শূন্যতাও একদিন
পূর্ণতায় রূপান্তরিত হয়, চন্দ্রিমার বদনে!
এমনই প্রাণ ও কালের খেলা চলছে প্রতিনিয়ত,
নিশ্চয় শাশ্বত!
অথচ আমার ------
এ’ পৃথিবীরই জীবাশ্ম হয়েও
ভীষণ সঙ্গোপনে
কতকাল ধরে
টেনেই চলেছে এক ‘শুকতারাহীন সাঁঝের আকাশ!’
(২) মানুষ আজন্মই একটা লাশ
’বেঁচে র’লে মরে যায়
যম এলে ফিরে চায়’
অর্থাৎ মানুষ আজন্মই একটা লাশ!
অম্বর কিসিমের
নীল নীল
আর তাই --
পাতলেও গোর চির ফাঁদ
রয়-ই জেগে কারো বুকে সেলবন্দি আর্তনাদ!
==========================@@@
(১) শুকতারাহীন সাঁঝের আকাশ
বিষাদের বারিধারা বিধ্বংসী হলেও
হারায় না পাহাড়, বুকের অটলতা!
দেয়ই এনে নব কিশলয়
পাতা ঝরার সার্থকতা, সংজ্ঞা হারা বিটপীকে!
ক্ষয়ে হওয়া শূন্যতাও একদিন
পূর্ণতায় রূপান্তরিত হয়, চন্দ্রিমার বদনে!
এমনই প্রাণ ও কালের খেলা চলছে প্রতিনিয়ত,
নিশ্চয় শাশ্বত!
অথচ আমার ------
এ’ পৃথিবীরই জীবাশ্ম হয়েও
ভীষণ সঙ্গোপনে
কতকাল ধরে
টেনেই চলেছে এক ‘শুকতারাহীন সাঁঝের আকাশ!’
(২) মানুষ আজন্মই একটা লাশ
’বেঁচে র’লে মরে যায়
যম এলে ফিরে চায়’
অর্থাৎ মানুষ আজন্মই একটা লাশ!
অম্বর কিসিমের
নীল নীল
আর তাই --
পাতলেও গোর চির ফাঁদ
রয়-ই জেগে কারো বুকে সেলবন্দি আর্তনাদ!
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ৩১/০৭/২০২৩অপূর্ব ভাবনা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩১/০৫/২০২৩অসাধারণ লেখনী।
-
আলমগীর সরকার লিটন ৩০/০৫/২০২৩সুন্দর হয়েছে কবি দা
-
ফয়জুল মহী ২৭/০৫/২০২৩সত্য সুন্দর ।
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৭/০৫/২০২৩অপূর্ব লেখা