www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

টুকরো কথা -২২

টুকরো কথা -২২
=========================@@@

(১) ঘুমন্ত মানুষের কথা

কাঁঠালের আঠার মতো র’লে মহব্বত
সম্পর্কের অবিচ্ছেদ্য অংশ হয় প্রাণবন্ত অভিমান।

খুব বেশী নয় একটা জীবনের পরিক্রমা,
কাটিয়ে যেতে পারতাম দু’জন
স্বাচ্ছন্দেই হয়ে গুল্মলতা।
প্রয়োজনে লাশ হতাম তুমি চাইলে -
’লাশ মানে মরা মানুষ
মরা মানুষ মানেই নিশ্চয় নয় প্রাণহীন!’
অথচ না বুঝেই --------

আজ এই জীবনের অপরাহ্নে এসে
বলতে না পারা একটা কথা
বুকের মাঝে খচ খচ করে -
’সত্যিই চোখে দ্যাখে না ঘুমন্ত মানুষ
যেভাবেই ঘুমাক না কেন - অক্ষি বুজে কিংবা মেলে!’

(২) মাটির ময়না

ক্ষণিকের তরে যখন
মাটি থেকে তুলে নিতে চাইতে ময়নাটিকে,
আমি বলতাম - ’থাক না!
ও তো মাটিরই ময়না!
পারলে তুমিই ওর পাশে বসো, কুণ্ঠাহীনে!’
শুনে হাসতে, আমার পানে চেয়ে
রহস্যে ভরা, অনেকটাই তাচ্ছিল্যের হাসি।

খুব সহজেই মিশে যায় মাটি মাটিতে!
তুমি মাটি
আমিও মাটি
মাটিও মাটি
একদিন হবোই একাকার মিলেমিশে!
নিশ্চয় সেদিন বুঝবে -
’চাইলেও আলাদা করা যায় না চিরতরে
মাটি থেকে তার ময়নাকে!’
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৫/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast