www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

টুকরো কথা -১৬

টুকরো কথা -১৬
=========================@@@

(১) সম্পর্কের ঋণ

স্বজনদের কথা যদি বলি -
(স্বামী বা স্ত্রী’র ব্যপার আলাদা)
রক্তের সম্পর্কই এ’ পৃথিবীতে সবচে’ কাছের।
বাবা-মা, ভাই-বোন, চাচা- জেঠা --------
বুকের মন্দিরে তাই আজন্মের পূজনীয়।
তবে রক্তের বাঁধন ছাড়াও কতিপয় হৃদয়
নিঃশ্বাসের মতো হয়ে যায় নিকটবর্তী
শুধু এহেন সম্পর্কের মাঝে জেগে থাকে বলে
চির যৌবনা এক বিশ্বাসী কৃতজ্ঞতার ধারা!

আমার আকাশেও আছে
ঝকঝকে
ঝলমলে
জ্বলজ্বলে
এমন দু’একটা নক্ষত্র!
সঙ্গোপনেও আমি এদের ঋণ পরিশোধ করার
দুঃসাহস অন্তরে পোষণ করি না,
তবুও স্কন্ধে কখনো ভার অনুভূত হলে
নিস্তব্ধ নিশীথে
সপ্তর্ষি মণ্ডলের পানে অপলক নেত্রে চেয়ে ভাবি -
’অর্থের ঋণ চাইলে মিটিয়ে দেয়া যায়
কিন্তু সব সম্পর্কের ঋণ সত্যিই কি পরিশোধ যোগ্য!’

(২) অভিধান হারা শব্দ

একদিন তোমাকে বলেছিলাম -
’আমাকে কথা দিতে পারবে
যতো কঠিন পরিস্থিতিই আসুক না কেন
অন্য কারোর বাহুবন্ধনে আবদ্ধ হবে না!’
উত্তরে বলেছিলে - ‘দিলেম!’
সত্যিই তুমি কথা রেখেছো
নিশ্চয় রেখেছো
তবে খুব কঠিন সুন্দর ভাবে
আর তা এতোটাই কঠিন
আপ্রাণ চেষ্টা করেও বুঝতে পারিনি
সেই ’দিলেম’ কথার প্রকৃত অর্থ -

যদিও গত দুই যুগ ধরে
ওই একটা শব্দের অর্থ খুঁজতে খুঁজতে
আমি নিজেই আজ ‘অভিধান হারা এক শব্দ!’
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৩/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast