টুকরো কথা -১২
টুকরো কথা -১২
===========================@@@
(১) শুধু তুমি চাও নি বলে!
প্রকৃতিস্থ বন্দেই
তোমাকে জিইয়ে রাখতে চেয়েছিলাম!
ছোট্ট একটা জমিনে -
দখিনা বাতাসের কোমল পরশ
হিজল শাখে লাজুক শালিকের গান
ফড়িঙের দুষ্টুমিতে দিশেহারা
ফুটফুটে ক’টা হলদে হাঁসের ছানা
কার না তৃষ্ণার্ত হৃদয়ের পরম কাঙ্খিত ধন!
অথচ আমিই আজ
দুর্বোধ্য কোন এক ভাষার পরিত্যক্ত অপভ্রংশ,
শুধু তুমি চাও নি বলে -
ওই লন এ জেগে থাকুক
সতেজ দূর্বাদলের বুকে সজীবতার চির ঝলকানি!
(২) অভেদ্য আঁধার
আঁধারের বুক চিরে উদিত হয়-ই আশার আলো -
শুধু খানিকটা সময়ের ব্যাপার!
মেনেও বলবো -
কিছু রাতের শেষে
কোনদিনই উদিত হবে না ভোরের আলো,
যেমনঃ নিঃস্ব কোন লোক যদি হারায় দু’টি আঁখি।
দু’একটা দুঃখও এমন
অতিশয় ঘোরালো, অভেদ্য!
আর তা সহজেই হতো প্রমাণিত
আকাশের রঙ দেখে -
যদি কখনো ওই চির চেনা বুক থেকে
ক’দিনের তরে খসে পড়তো একমাত্র তার আদিত্য!
===========================@@@
(১) শুধু তুমি চাও নি বলে!
প্রকৃতিস্থ বন্দেই
তোমাকে জিইয়ে রাখতে চেয়েছিলাম!
ছোট্ট একটা জমিনে -
দখিনা বাতাসের কোমল পরশ
হিজল শাখে লাজুক শালিকের গান
ফড়িঙের দুষ্টুমিতে দিশেহারা
ফুটফুটে ক’টা হলদে হাঁসের ছানা
কার না তৃষ্ণার্ত হৃদয়ের পরম কাঙ্খিত ধন!
অথচ আমিই আজ
দুর্বোধ্য কোন এক ভাষার পরিত্যক্ত অপভ্রংশ,
শুধু তুমি চাও নি বলে -
ওই লন এ জেগে থাকুক
সতেজ দূর্বাদলের বুকে সজীবতার চির ঝলকানি!
(২) অভেদ্য আঁধার
আঁধারের বুক চিরে উদিত হয়-ই আশার আলো -
শুধু খানিকটা সময়ের ব্যাপার!
মেনেও বলবো -
কিছু রাতের শেষে
কোনদিনই উদিত হবে না ভোরের আলো,
যেমনঃ নিঃস্ব কোন লোক যদি হারায় দু’টি আঁখি।
দু’একটা দুঃখও এমন
অতিশয় ঘোরালো, অভেদ্য!
আর তা সহজেই হতো প্রমাণিত
আকাশের রঙ দেখে -
যদি কখনো ওই চির চেনা বুক থেকে
ক’দিনের তরে খসে পড়তো একমাত্র তার আদিত্য!
মন্তব্যসমূহ
-
ডাঃঅলোক সরকার ০২/০৩/২০২৩দু'একটা দুঃখ ও,,,,,,,,,,অভেদ্য! অসাধারণ। তোমার সৃষ্টিগুলো যত পড়ছি,সত্যি অপূর্ব। দোয়া করি এভাবেই চলতে থাকুক তোমার সৃষ্টির পথচলা।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০১/০৩/২০২৩অসাধারণ লাগল।
-
শ.ম. শহীদ ২৮/০২/২০২৩সবগুলোই সুন্দর এবং চমৎকার বোধের প্রকাশ!
-
মাহতাব বাঙ্গালী ২৮/০২/২০২৩অসাধারণ কাব্য ভাবনা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৭/০২/২০২৩অসাধারণ
-
ফয়জুল মহী ২৭/০২/২০২৩অপুর্ব ভাবনায় অসামান্য উপস্থাপন