টুকরো কথা -৫৬ (সভ্যতার গন্ধ ও বিজ্ঞাপন)
টুকরো কথা -৫৬ (সভ্যতার গন্ধ ও বিজ্ঞাপন)
===========================@@@
(১) সভ্যতার গন্ধ
’গাত্র ও পোষাকে ঘামের বিশ্রী গন্ধ!’
নিত্য এহেন গঞ্জনা সয়েও
টিকিয়ে রেখেছে যারা ধরণীর ভারসাম্য
খুব ভাবি -
কখনো যদি তাদের নাকে
বিলাস বহুল পারফিউমের গন্ধ উৎকট হয়ে উঠে
সেদিন কি ঘুরতে পারবে এই সভ্যতা
আপন কক্ষপথে?
(১) বিজ্ঞাপন
কৃষক শ্রমিক নাকি দেশের চালিকাশক্তি
ওদের বিজ্ঞাপন নেই কেন?
অক্ষমদের নিত্য প্রয়োজন চাকচিক্যধারী শান্তনাবাণী
সক্ষমরা সৃষ্টির ক্ষেতে গড়ে নেয় জীবন্ত আত্মবিশ্বাস!
===========================@@@
(১) সভ্যতার গন্ধ
’গাত্র ও পোষাকে ঘামের বিশ্রী গন্ধ!’
নিত্য এহেন গঞ্জনা সয়েও
টিকিয়ে রেখেছে যারা ধরণীর ভারসাম্য
খুব ভাবি -
কখনো যদি তাদের নাকে
বিলাস বহুল পারফিউমের গন্ধ উৎকট হয়ে উঠে
সেদিন কি ঘুরতে পারবে এই সভ্যতা
আপন কক্ষপথে?
(১) বিজ্ঞাপন
কৃষক শ্রমিক নাকি দেশের চালিকাশক্তি
ওদের বিজ্ঞাপন নেই কেন?
অক্ষমদের নিত্য প্রয়োজন চাকচিক্যধারী শান্তনাবাণী
সক্ষমরা সৃষ্টির ক্ষেতে গড়ে নেয় জীবন্ত আত্মবিশ্বাস!
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ১২/১১/২০২৩সুন্দর ভাবনা।
-
ফয়জুল মহী ১১/১১/২০২৩ভালো লাগলো।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১১/১১/২০২৩অনন্যা