টুকরো কথা -৫৪ (কাঠঠোকরার শৈল্পিকতা)
টুকরো কথা -৫৪ (কাঠঠোকরার শৈল্পিকতা)
=========================@@@
সেই আদিকালের কথা -
মেয়েটি অবাক হয়ে দেখেছিলো -
কোথায় কিভাবে গড়তে হয় ঠোকরে ঠোকরে
টেকসই আবাস।
ওর নাম সুরবালা!
ভালোবেসে বুঝে -
অধিক বিরহে গাছের মতোই নীরব ও সহনশীল
প্রাণেশের অন্তর।
তারপর?
ধীরে ধীরে ছড়িয়ে দেয় চতুর্দিকে
কাঠঠোকরার শৈল্পিকতা।
=========================@@@
সেই আদিকালের কথা -
মেয়েটি অবাক হয়ে দেখেছিলো -
কোথায় কিভাবে গড়তে হয় ঠোকরে ঠোকরে
টেকসই আবাস।
ওর নাম সুরবালা!
ভালোবেসে বুঝে -
অধিক বিরহে গাছের মতোই নীরব ও সহনশীল
প্রাণেশের অন্তর।
তারপর?
ধীরে ধীরে ছড়িয়ে দেয় চতুর্দিকে
কাঠঠোকরার শৈল্পিকতা।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৫/১১/২০২৩বাহ সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৫/১১/২০২৩অসাধারণ লেখনীর প্রকাশ।
-
ফয়জুল মহী ০৪/১১/২০২৩অসাধারণ উপস্থাপন।