টুকরো কথা -৩৮ (বন্ধনের আশা)
টুকরো কথা -৩৮ (বন্ধনের আশা)
===========================@@@
মাঝের দূরত্ব দেখে অনেকেরই ধারণা -
আকাশ, পাতালের অনাত্মীয়।
সত্যিই কি কেড়ে নিতে পারে মৃত্যু -
আত্মার মাধ্যাকর্ষণ শক্তি?
বিশ্বাস করি -
শাশ্বত আশা র’লে চিত্তে
নিঃশ্বাসকেও মমি করে রাখা যায় বন্ধনে
পাশাপাশি ঘুমানোর তরে, অনন্তকাল -
মৃত্যুর আগেই
বরণ করতে পারলে মৃত্যুকে, নির্দ্বিধায়।
===========================@@@
মাঝের দূরত্ব দেখে অনেকেরই ধারণা -
আকাশ, পাতালের অনাত্মীয়।
সত্যিই কি কেড়ে নিতে পারে মৃত্যু -
আত্মার মাধ্যাকর্ষণ শক্তি?
বিশ্বাস করি -
শাশ্বত আশা র’লে চিত্তে
নিঃশ্বাসকেও মমি করে রাখা যায় বন্ধনে
পাশাপাশি ঘুমানোর তরে, অনন্তকাল -
মৃত্যুর আগেই
বরণ করতে পারলে মৃত্যুকে, নির্দ্বিধায়।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৭/০৭/২০২৩অসাধারণ
-
আব্দুর রহমান আনসারী ২৭/০৭/২০২৩অনুভূতিতে নাড়া দেওয়ার মতই ভালো লেখা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৭/০৭/২০২৩বেশ অনুভূতির প্রকাশ করেছেন।