তবুও থাকতে চাই (ট্রায়োলেট)
তবুও থাকতে চাই
বোরহানুল ইসলাম লিটন
=======================@@@
নিয়তি নিলেও মোরে চিরতরে আঁধারের দেশে,
চলনে থাকতে চাই তোমাদের পাশে তবু আমি।
মননে ছড়ায়ে স্মৃতি, সুধা সুরে ভালোবাসা চেষে,
নিয়তি নিলেও মোরে চিরতরে আঁধারের দেশে।
জাগ্রত নিদে কাঁদে হৃদয় যে মুকুরের বেশে!
তাইতো এই আশা ভাবি স্বর্গের সুখ সম দামী।
নিয়তি নিলেও মোরে চিরতরে আঁধারের দেশে,
চলনে থাকতে চাই তোমাদের পাশে তবু আমি।
বোরহানুল ইসলাম লিটন
=======================@@@
নিয়তি নিলেও মোরে চিরতরে আঁধারের দেশে,
চলনে থাকতে চাই তোমাদের পাশে তবু আমি।
মননে ছড়ায়ে স্মৃতি, সুধা সুরে ভালোবাসা চেষে,
নিয়তি নিলেও মোরে চিরতরে আঁধারের দেশে।
জাগ্রত নিদে কাঁদে হৃদয় যে মুকুরের বেশে!
তাইতো এই আশা ভাবি স্বর্গের সুখ সম দামী।
নিয়তি নিলেও মোরে চিরতরে আঁধারের দেশে,
চলনে থাকতে চাই তোমাদের পাশে তবু আমি।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৫/০৫/২০২২বেশ সুন্দর
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০১/০৬/২০২১সুন্দর, অনেক সুন্দর।
-
আলমগীর সরকার লিটন ০১/০৬/২০২১বেশ ভাবনাময় কবি দা
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩১/০৫/২০২১খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ।
-
ফয়জুল মহী ৩১/০৫/২০২১চমৎকার কথামালা