তখন (শায়েরী)
তখন (শায়েরী)
===========================@@@
’রাখলো কি সে যত্নে মনে শর্তে রয়ে রত,
রোজ ক্ষয়ে যায় স্বপ্ন আশা শুকনো ঘাসের মতো!’
ভাবছি বসে শেষ এ’ রাতে এমনি ভাবেই তারে,
ঢুলছে তখন কর হারা চাঁদ বৃদ্ধ বটের ঘাড়ে।
===========================@@@
’রাখলো কি সে যত্নে মনে শর্তে রয়ে রত,
রোজ ক্ষয়ে যায় স্বপ্ন আশা শুকনো ঘাসের মতো!’
ভাবছি বসে শেষ এ’ রাতে এমনি ভাবেই তারে,
ঢুলছে তখন কর হারা চাঁদ বৃদ্ধ বটের ঘাড়ে।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৭/০৮/২০২৩দারুণ
-
ফয়জুল মহী ০৬/০৮/২০২৩চমৎকার অনুভূতি প্রকাশ..
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৬/০৮/২০২৩দারুণ
-
আব্দুর রহমান আনসারী ০৬/০৮/২০২৩অনুপম শায়েরি