তবুও কি হয় (ট্রায়োলেট)
তবুও কি হয়! (ট্রায়োলেট)
====================@@@
বিরহ অনলে যদি পুড়েও হৃদয়,
তবুও হয় কি প্রেম আঁধারের সাথী!
থাকে সে ভজক রূপে সজলে সদয়
বিরহ অনলে যদি পুড়েও হৃদয়।
পিদিম সেজে তো হয় অতলে উদয়,
নিজেকে বিলিয়ে দিয়ে কেড়ে নিতে রাতি।
বিরহ অনলে যদি পুড়েও হৃদয়,
তবুও হয় কি প্রেম আঁধারের সাথী!
====================@@@
বিরহ অনলে যদি পুড়েও হৃদয়,
তবুও হয় কি প্রেম আঁধারের সাথী!
থাকে সে ভজক রূপে সজলে সদয়
বিরহ অনলে যদি পুড়েও হৃদয়।
পিদিম সেজে তো হয় অতলে উদয়,
নিজেকে বিলিয়ে দিয়ে কেড়ে নিতে রাতি।
বিরহ অনলে যদি পুড়েও হৃদয়,
তবুও হয় কি প্রেম আঁধারের সাথী!
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/১২/২০২১চমৎকার
-
আলমগীর সরকার লিটন ২৬/১২/২০২১চমৎকার
-
ফয়জুল মহী ২৫/১২/২০২১সুন্দর,
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৫/১২/২০২১সুন্দর প্রকাশ।