তবুও দিলে না (ছড়াক্কা)
তবুও দিলে না! (ছড়াক্কা)
====================@@@
উড়িয়ে মেঘের দেশে হাসি -
ধেনুরে হারায়ে মাঠে
বসে এ’ শ্যামল বাটে
ভুলে ছেঁড়া আনচান
হৃদয়ে বেঁধেছি গান
তবুও দিলে না তুমি বাঁশি!
====================@@@
উড়িয়ে মেঘের দেশে হাসি -
ধেনুরে হারায়ে মাঠে
বসে এ’ শ্যামল বাটে
ভুলে ছেঁড়া আনচান
হৃদয়ে বেঁধেছি গান
তবুও দিলে না তুমি বাঁশি!
মন্তব্যসমূহ
-
তাবেরী ১১/১২/২০২২বেশ ভালো
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৭/১২/২০২২বেশ সুন্দর।
-
ফয়জুল মহী ০৬/১২/২০২২অনন্য ভাবনা