তবু পুষি আশ
তবু পুষি আশ!
======================@@@
হোক না ছোট আমার ভুবন তবু পুষি আশ,
নিভৃতে রোজ একলা বসে শব্দ করে চাষ!
দেখে কালের হরেক খেলা
ছন্দে গড়ি সুরের মেলা
হয়তো তাতে ঢের ক্ষয়ে যায় বুকের পরম শ্বাস,
হোক না ছোট আমার ভুবন তবু পুষি আশ!
সূর্য যেমন পরের তরে ছড়ায় কিরণ রোজ,
কাব্য আমার চাই করুক ঠিক তেমনি সবার খোঁজ।
মরণ এলে ক্ষণিক যেচে
পারবো কি ভাই থাকতে বেঁচে!
মেনেই পেতে এদের মাঝে নির্জলা আশ্বাস,
হোক না ছোট আমার ভুবন তবু পুষি আশ!
======================@@@
হোক না ছোট আমার ভুবন তবু পুষি আশ,
নিভৃতে রোজ একলা বসে শব্দ করে চাষ!
দেখে কালের হরেক খেলা
ছন্দে গড়ি সুরের মেলা
হয়তো তাতে ঢের ক্ষয়ে যায় বুকের পরম শ্বাস,
হোক না ছোট আমার ভুবন তবু পুষি আশ!
সূর্য যেমন পরের তরে ছড়ায় কিরণ রোজ,
কাব্য আমার চাই করুক ঠিক তেমনি সবার খোঁজ।
মরণ এলে ক্ষণিক যেচে
পারবো কি ভাই থাকতে বেঁচে!
মেনেই পেতে এদের মাঝে নির্জলা আশ্বাস,
হোক না ছোট আমার ভুবন তবু পুষি আশ!
মন্তব্যসমূহ
-
সিবগাতুর রহমান ১৬/০৬/২০২২অসাধারণ কবিতা লিখেছেন কবি বন্ধু। পাঠে মুগ্ধ হলাম।
-
আব্দুর রহমান আনসারী ১৫/০৬/২০২২বেশ ভালো
-
অভিজিৎ হালদার ১৫/০৬/২০২২সুন্দর লেখার মালা
-
সুকান্ত ঘোষ ১৫/০৬/২০২২সুন্দর কথামালা।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৫/০৬/২০২২আশায় সবাই পথ চলে। আশাহতরা এগুতে পারে না। আপনার আশা পূর্ণ হোক।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/০৬/২০২২দারুণ লিখেছেন
-
ফয়জুল মহী ১৫/০৬/২০২২অসাধারণ কথামালায় নিপুণ শৈল্পিক দক্ষতায় অনন্য ভাবনার অনবদ্য সৃজন প্রিয় কবি।