www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তবু পুষি আশ

তবু পুষি আশ!
======================@@@

হোক না ছোট আমার ভুবন তবু পুষি আশ,
নিভৃতে রোজ একলা বসে শব্দ করে চাষ!
দেখে কালের হরেক খেলা
ছন্দে গড়ি সুরের মেলা
হয়তো তাতে ঢের ক্ষয়ে যায় বুকের পরম শ্বাস,
হোক না ছোট আমার ভুবন তবু পুষি আশ!

সূর্য যেমন পরের তরে ছড়ায় কিরণ রোজ,
কাব্য আমার চাই করুক ঠিক তেমনি সবার খোঁজ।
মরণ এলে ক্ষণিক যেচে
পারবো কি ভাই থাকতে বেঁচে!
মেনেই পেতে এদের মাঝে নির্জলা আশ্বাস,
হোক না ছোট আমার ভুবন তবু পুষি আশ!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৬/২০২২

মন্তব্যসমূহ

 
Quantcast