তিনটি অণু
তিনটি অণু
==========================@@@
(১) আঁধারে আঁধারে
আকাশ মিলিয়ে যাবে, না এলেও সাঁঝ
চাঁদ বা সুরুজ শুধু স্ব-স্বভাবে না উঠলে জ্বলি,
কতক হৃদয়ও যায় এভাবেই ক্ষয়ে
ঘোরালো বিষাদ তার শেষে নিলে কেড়ে চোরাগলি!
(২) এক অতৃপ্ত প্রাণ
যেখানে শালিক গায় গান
সেখানেই পাই তার প্রাণ
কখনও দেয় না ধরা ধীরে চলে হেঁটে আগে আগে,
ব্যাকুলে দিলেও জোরে ডাক
না থেমে অঙ্গুলি করে তাক
হয়তো নিজেরে আঁকে নীলিমায় ক্ষীণ অনুরাগে!
(৩) পরবাসী
রক্তিম রোদের আভা বিকেলের শেষে
ব্যাকুলে করিনি পান বহুদিন অপেক্ষার শ্বাসে,
থেকেও প্রতিটি দিন শালিকের সারে
ফ্যাকাসে প্রহর জপে মনে হয় তুমি বিনে
আছি কোন দূর পরবাসে!
==========================@@@
(১) আঁধারে আঁধারে
আকাশ মিলিয়ে যাবে, না এলেও সাঁঝ
চাঁদ বা সুরুজ শুধু স্ব-স্বভাবে না উঠলে জ্বলি,
কতক হৃদয়ও যায় এভাবেই ক্ষয়ে
ঘোরালো বিষাদ তার শেষে নিলে কেড়ে চোরাগলি!
(২) এক অতৃপ্ত প্রাণ
যেখানে শালিক গায় গান
সেখানেই পাই তার প্রাণ
কখনও দেয় না ধরা ধীরে চলে হেঁটে আগে আগে,
ব্যাকুলে দিলেও জোরে ডাক
না থেমে অঙ্গুলি করে তাক
হয়তো নিজেরে আঁকে নীলিমায় ক্ষীণ অনুরাগে!
(৩) পরবাসী
রক্তিম রোদের আভা বিকেলের শেষে
ব্যাকুলে করিনি পান বহুদিন অপেক্ষার শ্বাসে,
থেকেও প্রতিটি দিন শালিকের সারে
ফ্যাকাসে প্রহর জপে মনে হয় তুমি বিনে
আছি কোন দূর পরবাসে!
অনেক শুভ কামনা