থাকবো না যেদিন
থাকবো না যেদিন
====================@@@
একলা দিয়ে কালের ডাকে সাড়া
থাকবো না আর যেদিন আমি বেঁচে,
চিত্ত তোমার আস্থা হলে হারা
কলাই দিও শালিকটাকে যেচে!
আমগাছের ওই নীচু ডালে বসে
গাইলে টুনি করুণ সুরে গীতি,
দুঃখ বেঁধো শ্যামল বাটে কষে
চুপটি ছুঁড়ে মেঘের দেশে স্মৃতি!
দ্বন্দ্ব ভুলে দূর্বা ঘাসের আড়ে
কাঁদলে ক’টা লালচে ফড়িঙ ছানা,
শান্তি পেতে দেখো বাঁশের ঝাড়ে
ক্যামনে নাচে দুষ্টু বগি কানা!
খবর পেয়েই সতেজ মাচার তলে
উত্তুরে বাও আছড়ে পড়ে যদি,
সিক্ত আঁখি সঁপে মাঝির গলে
ক্ষণিক হ’য়ো ছন্দে চলা নদী!
====================@@@
একলা দিয়ে কালের ডাকে সাড়া
থাকবো না আর যেদিন আমি বেঁচে,
চিত্ত তোমার আস্থা হলে হারা
কলাই দিও শালিকটাকে যেচে!
আমগাছের ওই নীচু ডালে বসে
গাইলে টুনি করুণ সুরে গীতি,
দুঃখ বেঁধো শ্যামল বাটে কষে
চুপটি ছুঁড়ে মেঘের দেশে স্মৃতি!
দ্বন্দ্ব ভুলে দূর্বা ঘাসের আড়ে
কাঁদলে ক’টা লালচে ফড়িঙ ছানা,
শান্তি পেতে দেখো বাঁশের ঝাড়ে
ক্যামনে নাচে দুষ্টু বগি কানা!
খবর পেয়েই সতেজ মাচার তলে
উত্তুরে বাও আছড়ে পড়ে যদি,
সিক্ত আঁখি সঁপে মাঝির গলে
ক্ষণিক হ’য়ো ছন্দে চলা নদী!
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ১১/১১/২০২২কী দারুন কী দারুন।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১০/১১/২০২২ভালো লাগলো
-
অভিজিৎ হালদার ০৯/১১/২০২২খুব সুন্দর বিরহ লেখা
-
সুসঙ্গ শাওন ০৯/১১/২০২২ভালো