ঠাঁই
ঠাঁই
====================@@@
তুলছে কতো অট্টালিকা
করতে পূরণ স্বপ্ন মনের আশ,
কেউ খেয়ে রোজ মণ্ডা মিঠাই
ঘোর নিদেও ফেলছে সুখের শ্বাস।
তাই বলে কি গরীব দুখী
কষ্টে শুধু চলছে টেনে দুখ?
জীর্ণ ঘরেই মিলছে ওদের
তুষ্টিতে বেশ আত্ম জয়ের সুখ।
সবাই যখন সুখ সু’আশে
হোক না কাজে জপছে আলেক সাঁই,
নিভৃতে কেউ খুঁজছে তখন
কর্মতে তার মন মানুষের ঠাঁই।
====================@@@
তুলছে কতো অট্টালিকা
করতে পূরণ স্বপ্ন মনের আশ,
কেউ খেয়ে রোজ মণ্ডা মিঠাই
ঘোর নিদেও ফেলছে সুখের শ্বাস।
তাই বলে কি গরীব দুখী
কষ্টে শুধু চলছে টেনে দুখ?
জীর্ণ ঘরেই মিলছে ওদের
তুষ্টিতে বেশ আত্ম জয়ের সুখ।
সবাই যখন সুখ সু’আশে
হোক না কাজে জপছে আলেক সাঁই,
নিভৃতে কেউ খুঁজছে তখন
কর্মতে তার মন মানুষের ঠাঁই।
মন্তব্যসমূহ
-
মোঃ মুসা খান ২৮/১২/২০২০সুন্দর পোস্ট
-
হাফেজ আহমেদ ২৭/১২/২০২০হ্যাপি ব্লগিং ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/১২/২০২০সুন্দর লেগেছে। ধন্যবাদ।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৭/১২/২০২০সুন্দর ভাবনা।
-
ফয়জুল মহী ২৭/১২/২০২০বাহ চমৎকার অনুভূতি l