www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তেলের দর (ব্যঙ্গ)

তেলের দর (ব্যঙ্গ)
====================@@@

ক্যান ছুঁড়ো দোষ চক্র হারে
বাড়লে তেলের দাম,
ঘর বাহিরে তেল ছাড়া আজ
হয় কি কোন কাম?
চলছে গাড়ি? তেল এনে দাও,
রাঁধছে ছালুন? তেল দিয়ে তাও,
বলছো জেনেই ফ্রিতে পড়ে বেল?
বন্ধু স্বজন যার যা আছে
পাশে তুফান মেল,
কও তো দেখায় তেল বিনে কে
ভানুমতির খেল?

এই যে ও ভাই ফাইল হাতে!
’নেই দু’ চোখে ঘুম’,
নীল দু’টো গাল ঘুরছো পিছে!
’দেয়নি গুরু চুম’,
খুঁজছো শুনেই সংসারী খেই?
ভাবছো গাড়ির সিট খালি নেই?
আর দেরী ক্যান, দাও তো টাকেই তেল!
ওই দ্যাখো ভাই হাসছে ঘুরে
পাচ্ছো না আর ফেল?

এমনি সাজে রয় জেগে যার ধর,
চাইলে কি তার নিম্নে থাকে দর!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৮/২০২২

মন্তব্যসমূহ

 
Quantcast